Home পরিবেশ লোকালয়ে তরমুজ ক্ষেতে জোড়া চিত্রা হরিণ

লোকালয়ে তরমুজ ক্ষেতে জোড়া চিত্রা হরিণ

উদ্ধারের পর হরিণজোড়া। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

পটুয়াখালী: গলাচিপায় লোকালয়ে তরমুজ ক্ষেতে পাওয়া গেছে দুটি চিত্রা হরিণ। এগুলোর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের একটি তরমুজ ক্ষেত থেকে হরিণ দুটিকে উদ্ধার করে বন বিভাগ ও ‘এনিমেল লাভার অব পটুয়াখালী’র সদস্যরা। বনের হরিণকে লোকালয়ে দেখতে পেয়ে ভিড় জমায় আশপাশের উৎসুক জনতা। হরিণ দুটি আঘাতপ্রাপ্ত হওয়ায় উপজেলা পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।

জানা যায়, বন থেকে হরিণ দুটি চর আগস্তি গ্রামের সেলিম সরদারের ক্ষেতে ঢুকে তরমুজ গাছ খাচ্ছিল। এসময় ক্ষেতে কাজ করতে যাওয়া কৃষকরা দেখে স্থানীয় ফরেস্ট ক্যাম্পে জানায়। বন বিভাগের চর আগস্তি ফরেস্ট সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হরিণ দুটি উদ্ধার করে।