‘সুলতানার স্বপ্ন অবারিত’ স্লোগানে ৬০০০ মিটারের পর্বত জয়
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী বিজ্ঞান কল্পকাহিনী ‘সুলতানা’র স্বপ্ন’ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার গৌরব উদযাপন করতে হিমালয়ের দুর্গম চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন তিন নারী পর্বতারোহী। ‘নারীদের শীতকালীন অভিযান ২০২৫ (সিজন টু)’-এর আওতায় নেপালের অন্নপূর্ণা হিমাল রেঞ্জের ৬০৫৯ মিটার উচ্চতার ‘চুলু ফার ইস্ট’ পর্বত চূড়া জয় করেছেন তারা।
গত ১৫ ডিসেম্বর সকাল ৭টা ১৯ মিনিটে অভিযানের দলনেতা ও বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার, তাহুরা সুলতানা রেখা এবং ইয়াছমিন লিসা এই পর্বত চূড়ায় আরোহণ করেন। এটি বাংলাদেশের নারীদের পক্ষ থেকে পরিচালিত প্রথম সফল শীতকালীন ৬০০০+ মিটার পর্বতাভিযান। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ঠিক আগের দিন এই সাফল্য অর্জিত হওয়ায় চূড়া থেকে তারা ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ বীরাঙ্গনার আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অভিযানটি শুরু হয়েছিল অন্নপূর্ণা হিমালের দুটি পর্বতকে লক্ষ্য করে। গত ৭ ডিসেম্বর প্রথম দফায় ‘পিসাং’ পর্বত জয়ের চেষ্টা করা হলেও বৈরী আবহাওয়ার কারণে মাত্র ২০০ মিটার উচ্চতার ব্যবধান থেকে ফিরে আসতে হয় দলকে। তবে দমে না গিয়ে তারা দ্বিতীয় লক্ষ্য হিসেবে ‘চুলু ফার ইস্ট’ বেছে নেন এবং সফল হন। ট্রেকিং টিমে মেন্টি হিসেবে আরও যুক্ত ছিলেন নুসরাত জাহান ফাবিহা।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানা’র স্বপ্ন’ গত বছর ইউনেস্কোর ‘মেমরি অফ দ্য ওয়ার্ল্ড রিজিওনাল রেজিস্টার ফর এশিয়া প্যাসিফিক’ তালিকায় স্থান পায়। সেই বিশ্বজনীন স্বীকৃতি এবং নারী জাগরণের মূলমন্ত্রকে ধারণ করেই এবারের অভিযানের স্লোগান নির্ধারিত হয়েছিল— ‘সুলতানাজ ড্রিম আনবাউন্ড’ বা ‘সুলতানার স্বপ্ন অবারিত’।
এই অভিযানের মূল বৈশিষ্ট্যগুলো হলো:
আর্থিক পৃষ্ঠপোষক: আন্তর্জাতিক পেমেন্টস টেকনোলজি ব্র্যান্ড ‘মাস্টারকার্ড বাংলাদেশ’।
পরিচালনা: তরুণদের অ্যাডভেঞ্চার প্রতিষ্ঠান ‘অভিযাত্রী’।
সহযোগী প্রতিষ্ঠান: মুক্তিযুদ্ধ জাদুঘর।
এন্ডোর্সমেন্ট: ইউনেস্কো ঢাকা অফিস।
আয়োজকদের মতে, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের নারীদের মানসিক দৃঢ়তা, অদম্য কল্পনাশক্তি এবং সাহসিকতাকে বিশ্বদরবারে তুলে ধরা। রোকেয়া সাখাওয়াত হোসেনের শতবর্ষ আগের সেই স্বপ্ন যে আজও বাংলার নারীদের হিমালয় জয়ের শক্তি যোগায়, এই সফল অভিযান তারই এক জীবন্ত প্রমাণ।
এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com










