Home আইন-আদালত পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফতের স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফতের স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ

চৌধুরী নাফিজ সরাফত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ানের বিপুল স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন।

জব্দ হওয়া সম্পত্তির তালিকায় রয়েছে রাজধানীর গুলশান, ক্যান্টনমেন্ট, ভাটারা, নিকুঞ্জ, বারিধারা, পান্থপথ, বনানী, মিরপুর ও পূর্বাচল এলাকায় একাধিক ফ্ল্যাট ও জমি। উল্লেখযোগ্য স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে গুলশান ৩৪ নম্বর রোডের ৩০৮৮ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট, পূর্বাচলে ৭ দশমিক ৫০ কাঠার একটি প্লট, গুলশান-২ এর ২০ তলা বিশিষ্ট একটি ভবন এবং গাজীপুরে কয়েকটি নাল জমি ও চালা জমি।

দুদক জানায়, চৌধুরী নাফিজ, তার স্ত্রী ও ছেলের নামে থাকা এসব সম্পদের উৎস ও মালিকানা যাচাই করতে গিয়ে নানা অসঙ্গতির প্রমাণ মেলে। দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান তদন্তকারী দলের প্রধান হিসেবে সম্পদ জব্দের আবেদন করেন।