Home সারাদেশ চায়ের দোকানে ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল নেতার

চায়ের দোকানে ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল নেতার

মো. হুমায়ন কবীর। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ময়মনসিংহ: গৌরীপুরে মো. হুমায়ুন কবীর (২১) নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন ও তার বন্ধু সোহাগ মিয়া গ্রামের বাজার থেকে ফিরছিলেন। পথিমধ্যে এক যুবকের সঙ্গে ১০ টাকার চায়ের বিল নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোনাকান্দি গ্রামের রাশেদুর রানা ও বাদল নামের দুই যুবক তাদের পথরোধ করে। পরে চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেই হুমায়ুনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। সঙ্গীরা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। অন্তত তিনটি ঘর আগুনে পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়ে একজনকে আটক করেছি। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।”

স্থানীয় ছাত্রদল নেতারা এ ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক হত্যা দাবি করেছেন। তারা বলেন, হুমায়ুন সাহস করে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এ কারণে প্রতিশোধপরায়ণ একটি চক্র দীর্ঘদিন ধরেই তার ওপর ক্ষুব্ধ ছিল।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।