Home Second Lead আন্দোলনে জবির শিক্ষক-শিক্ষার্থীরা, সংহতি জামায়াত নেতার

আন্দোলনে জবির শিক্ষক-শিক্ষার্থীরা, সংহতি জামায়াত নেতার

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কাকরাইল মোড়ে গণঅনশন ও অবস্থান কর্মসূচি শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরাও।

শুক্রবার (১৬ মে) জুমার নামাজের পর দুপুর সোয়া ২টার দিকে কাকরাইল মসজিদের উত্তর-পূর্ব প্রান্তে সমাবেশ শুরু হয়। সকাল থেকেই শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে শুরু করেন। এর আগেই কয়েকজন শিক্ষার্থী বৃহস্পতিবার রাত থেকে কর্মসূচির স্থানেই অবস্থান করছিলেন।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পল্টন থানা জামায়াতে ইসলামীর আমির শাহীন আহমেদ খান। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি মেনে নেওয়ার আহ্বান জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জবির সাবেক শিক্ষার্থী মাকসুদুর রহমান বলেন, “এই দাবিগুলো নতুন নয়, দীর্ঘদিনের। এগুলো যৌক্তিক এবং বাস্তবায়নযোগ্য। তাই এগুলো পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া হোক।”

তিন দফা দাবির মধ্যে রয়েছে:
১. ২০২৫-২৬ অর্থবছর থেকে জবির ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন না হওয়া পর্যন্ত আবাসন বৃত্তি চালু করা;
২. একই অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট না করে অনুমোদন করা;
৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস অনুমোদন দিয়ে একনেক সভায় অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা।

তৃতীয় দিনের মতো চলমান এ আন্দোলনে আজকের অবস্থান হলেও শিক্ষার্থীরা সরাসরি কাকরাইল মোড়ে নয়, বরং প্রধান উপদেষ্টার ভবনের যাওয়ার সড়কের মুখে অবস্থান নিয়েছেন। ফলে কাকরাইল মোড় খোলা রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাও এ আন্দোলনে যুক্ত রয়েছে। সকাল ১০টার পর শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে কর্মসূচির স্থানে পৌঁছান।