Home চা শিল্প চা দিবস ২০২৫: চা শিল্পে বৈচিত্র্য ও রপ্তানিতে জোর দিতে চায় সরকার

চা দিবস ২০২৫: চা শিল্পে বৈচিত্র্য ও রপ্তানিতে জোর দিতে চায় সরকার

চা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে চা রপ্তানির দিকেই এখন মনোযোগ বাড়াতে চায় সরকার। চা শিল্পকে কেবল অভ্যন্তরীণ ভোক্তার চাহিদা মেটানোর গণ্ডিতে না রেখে বৈশ্বিক বাজারে তুলে ধরতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (২১ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘পঞ্চম জাতীয় চা দিবস ২০২৫’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “দেশে প্রায় নয় কোটি ত্রিশ লাখ কেজি চা উৎপন্ন হয়। বর্তমান বাজারমূল্যে এর মোট আর্থিক পরিমাণ দাঁড়ায় আনুমানিক তিন হাজার সাতশ থেকে চার হাজার কোটি টাকা। অথচ খুচরা বা স্ট্রিট পর্যায়ে এই চায়ের দাম দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত হয়। আমরা যদি এই মুনাফার সুষম বণ্টন নিশ্চিত করতে পারি, তাহলে চা শিল্পের দুষ্টচক্র থেকে বেরিয়ে এসে এটিকে জাতীয় সম্পদে পরিণত করা সম্ভব হবে।”

চা উৎপাদনের প্রকৃত মূল্য না পাওয়ার বিষয়ে শ্রমিকদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। চা শ্রমিকদের ন্যায্য মূল্য নিশ্চিত করাকে রাষ্ট্রীয় দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি এবং বলেন, “চা শিল্পে শুল্ক ও করের জটিলতা এখনও রয়েছে। আমরা এসব অব্যবস্থাপনা বন্ধ করে একটি নিয়মানুবর্তী কাঠামো গড়ে তুলতে চাই।”

শেখ বশিরউদ্দীন আরও বলেন, “চা শিল্পে নিয়োজিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। শুধু চা নয়, ওই জমিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, পর্যটন কেন্দ্র ইত্যাদি গড়ে তোলা সম্ভব। তবে প্রধান লক্ষ্য থাকবে—চা থেকে বাগানের সমৃদ্ধি নিশ্চিত করা।”

তিনি চা উৎপাদনের ব্যয় কমিয়ে বিক্রয় মূল্য বাড়ানো, চায়ের পণ্যে বৈচিত্র্য আনা এবং বাজারে এর গ্রহণযোগ্যতা বাড়ানোর দিকেও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়। এর পাশাপাশি সর্বোচ্চ চা উৎপাদনকারী দুইটি কারখানাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে জাতীয় চা দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বাণিজ্য উপদেষ্টা চা মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মইনুদ্দিন হাসান, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান, ২০২৪ সালের জাতীয় চা পুরস্কারপ্রাপ্ত শ্রমিক জেসমিন আক্তার এবং চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নৃপেন পাল।