বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ঝুট সংগ্রহকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল দশটার দিকে গাজীপুরা এলাকার স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, ঝুট সংগ্রহের বিষয়টি ঘিরেই এই উত্তেজনা তৈরি হয়। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা এবং গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কাজীর অনুসারীদের মধ্যে এই বিরোধ দীর্ঘদিনের।
হুমায়ুন কাজী জানান, তাঁর প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের সঙ্গে স্যাটার্ন টেক্সটাইল কারখানার ওয়েস্টেজ সংগ্রহের চুক্তি রয়েছে এবং ১০ আগস্ট থেকে তারা তা নিচ্ছেন। কিন্তু হালিম মোল্লার অনুসারীরা তাঁদের হুমকি দিয়ে আসছিল। শুক্রবার সকালে প্রায় ১৫০ থেকে ২০০ জন সন্ত্রাসী কারখানার গেটে এসে গালাগালি করে, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং কারখানার কর্মীদের মারধরের চেষ্টা করে। পরে তাঁদের লোকজন পাল্টা ধাওয়া দিলে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়।
হালিম মোল্লার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তাঁর নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, টেক্সটাইল ও গার্মেন্টস কারখানায় উৎপাদনের পর যেসব তন্তু, কাপড়ের টুকরো বা অপচনশীল বর্জ্য ফেলে দেওয়া হয়, তা-ই ‘ঝুট’ নামে পরিচিত। এসব ঝুট তুলা, পোশাক কিংবা পুনঃপ্রক্রিয়াজাত কাপড় তৈরি করতে ব্যবহৃত হয়। বাংলাদেশে ঝুটের চাহিদা যেমন দেশীয় বাজারে তেমনি বিদেশেও রপ্তানিযোগ্য। এ কারণে কারখানার সঙ্গে চুক্তি করে বা প্রভাব খাটিয়ে ঝুট সংগ্রহে প্রতিযোগিতা তৈরি হয়। অনেকে এটিকে ‘কালোবাজারি’ হিসেবে দেখেন, কারণ এতে রাজনৈতিক প্রভাব, চাঁদাবাজি ও অবৈধ অর্থপ্রবাহ যুক্ত হয়ে পড়ে। ফলে প্রায়শই দেখা যায়, একটি কারখানার ঝুটের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন রাজনৈতিক গ্রুপের মধ্যে দখলদারিত্বের লড়াই হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।
🧶 আপনার এলাকায়ও কি ঝুট বা কারখানা নিয়েই এভাবে সংঘর্ষ হয়? নিচে কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা।
📲 প্রতিবেদনটি শেয়ার করুন তাদের সঙ্গে, যারা শিল্পাঞ্চলের বাস্তব চিত্র সম্পর্কে জানতে আগ্রহী।
🌐 আরও এমন প্রতিবেদন জানতে চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম–এর জাতীয় বিভাগে।