বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উপ বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা পদোন্নতি পেয়ে একই বোর্ডে বিদ্যালয় পরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ অধিশাখা থেকে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রফেসর আবুল মনছুর ভূঁঞার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। তিনি চট্টগ্রাম বোর্ড, সরকারি মহিলা কলেজ, পটিয়া সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
উল্লেখ্য বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬০৯ সহযোগী অধ্যাপকের পদোন্নতি হয়েছে। তারা অধ্যাপক হয়েছেন। নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ১৪, ১৫ ও ১৬তম বিসিএসের কর্মকর্তা। করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে তাদের অনলাইনে নতুন পদে যোগদান বা অবমুক্ত হতে হবে।
মন্ত্রণালয় জানায়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আপাতত মাউশিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে আগের পদেই (বর্তমানে যেসব পদে আছেন- ইনসিটু) দায়িত্ব পালন করে যাবেন। মূল পদের বিবেচনায় অধ্যাপক পদটি শিক্ষা ক্যাডারের সর্বশেষ পদ।