Home জাতীয় ঢাকা সিটি নির্বাচন: উত্তরে জাপা প্রার্থীছাড়া ৬ জনের মনোনয়ন বৈধ

ঢাকা সিটি নির্বাচন: উত্তরে জাপা প্রার্থীছাড়া ৬ জনের মনোনয়ন বৈধ

ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে উত্তরে জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বাকি ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সকালে যাচাই-বাছাই শেষে রাজধানীর আগারগাঁওয়ে এনআইএলজি ভবনে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, সিপিবির আহম্মেদ সাজেদুল হক রুবেল, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও পিডিপির শাহীন খান।

বিজনেজটুডে২৪ ডেস্ক