Home First Lead জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি,ঢাকা:  দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার দ্বিতীয় দিনে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিকেল ৫টা ৪ মিনিটে রাজধানীর জিয়া উদ্যান এলাকা থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তবে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আর রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দিতে দিতে সাভার পৌঁছাতে তার সময় লাগে প্রায় পাঁচ ঘণ্টা। রাত ১০টায় তিনি স্মৃতিসৌধে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১০টার পর তিনি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

স্মৃতিসৌধে যাওয়ার আগে দুপুরে তারেক রহমান তার বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে শেরেবাংলা নগরে যান। বেলা ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন থেকে লাল-সবুজ পতাকার রঙে সাজানো একটি বুলেটপ্রুফ বাসে করে তিনি রওনা হন।

রাজধানীর সড়কে নেতাকর্মীদের প্রচণ্ড ভিড়ের কারণে মাত্র ৮ কিলোমিটার পথ পাড়ি দিতে তার সময় লাগে পৌনে দুই ঘণ্টা। ৪টা ৩৬ মিনিটে মাজারে পৌঁছে তিনি পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন। এ সময় তাকে বেশ আবেগপ্রবণ দেখা যায় এবং বারবার চোখ মুছতে দেখা গেছে।

জানা গেছে, আজ শনিবার তারেক রহমান নির্বাচনে প্রার্থী হওয়ার প্রাথমিক প্রক্রিয়া হিসেবে ভোটার তালিকায় নাম লেখাবেন। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ শেষে তার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি ‘ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক ওসমান হাদীর কবর জিয়ারত করবেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে শ্যামলীতে পঙ্গু হাসপাতালেও যাওয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লন্ডন থেকে দীর্ঘ দেড় যুগ পর দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে তাকে এক ঐতিহাসিক সংবর্ধনা দেওয়া হয়। দেশে ফিরেই তিনি অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ছুটে গিয়েছিলেন।