বিজনেসটুডে২৪ ডেস্ক
রশ্মিকা মন্দনাকে রিপ্লেস করে দিয়েছেন তৃপ্তি দিমরি। কদিন আগে সেই জায়গা ছিল অ্যানিম্যালের নায়িকা রশ্মিকা মন্দনার দখলে। তৃপ্তি নিজেও আছেন অ্যানিম্যাল সিনেমায়। যদিও খুব বেশি দৃশ্য নেই তাঁর। যেটুকু আছে তাতেই ঝড় তুলে ফেলেছেন অভিনেত্রী। রণবীর কাপুরের সঙ্গে শয্যা দৃশ্যে তৃপ্তির থেকে তো চোখ ফেরানোই দায়।
তবে তৃপ্তিকে সম্প্রতি এক পুরুষের সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থাতেই পাওয়া গেল। বন্ধুদের সঙ্গে এক বিয়েবাড়িতে গিয়েছিলেন তৃপ্তি। আর সেখানেই ছিলেন এই পুরুষ। নেট-নাগরিকদের মনে প্রশ্ন, এই কি তাহলে তৃপ্তির মনের মানুষ?
বিয়েবাড়ির একাধিক সেলফি শেয়ার করে নিয়েছেন তৃপ্তি সোশ্যাল মিডিয়াতে। তবে সেগুলিতে এক হ্যান্ডসাম মুন্ডার সঙ্গে পোশাকে টুইনিং করতে দেখা গেল অ্যানিম্যাল অভিনেত্রীকে। দুজনের একটা মিষ্টি সেলফিও ঘুরছে অনলাইনে।
তৃপ্তির সঙ্গে ছবিতে থাকা ছেলেটির নাম স্যাম মার্চেন্ট। যিনি পেশায় ব্যবসায়ী। রেস্তোরাঁ আছে স্যামের। গোয়াতে ওয়েটার বিচ লাউঞ্জ ও গ্রিলেরও মালিক তিনি। বলিউড তারকাদের সঙ্গে বেশ ওঠাবসা আছে স্যামের। তাঁকে ইনস্টাগ্রামে ফলো করেন দিশা পাটানি, টাইগার শ্রফরা।
২৯ বছর বয়সী অভিনেত্রী-র সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের সংখ্যা হু হু করে বাড়তে থাকে অ্যানিম্যাল মুক্তি পাওয়ার পর থেকেই। সিনেমায় জোয়ার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। খবর রয়েছে, শীঘ্রই একটি রম-কম ছবিতে দেখা যাবে ভিকি কৌশলের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। ‘বন্দিশ বন্দিত’ খ্যাত পরিচালক আনন্দ তিওয়ারি রয়েছেন এই ছবির পরিচালনায়।
এই দুই অভিনেতা ক্রোয়েশিয়ায় ছবির জন্য একটি রোম্যান্টিক গানের দৃশ্যের শ্যুটিংও করে ফেলেছেন। যার কয়েকটি দৃশ্য ভাইরাল হয় অনলাইনে সম্প্রতি।
অ্য়ানিম্যালে তৃপ্তির বোল্ড সিন নিয়ে চর্চা সর্বত্র। যদিও অভিনেত্রীর সাফ জবাব, ‘আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কেউ আমাকে বাধ্য করেনি। আমি এই পেশায় এসেছি কারণ এই কাজটা আমার মধ্যে শিহরণ জাগায়। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি সেটা আমার ক্ষতগুলোয় মলম লাগায়। চ্যালেঞ্জের মধ্যে আমি আনন্দ খুঁজে পাই’।
সঙ্গে জানিয়েছেন বিতর্কিত দৃশ্যগুলোর শ্যুট চলার সময় তিনি যাতে কমফোর্টেবল থাকতে পারেন, সেই চেষ্টা অনবরত করে গিয়েছিলেন রণবীর কাপুর আর সন্দীপ রেড্ডি ভাঙ্গা। অভিনেত্রীর কথায় অনবরত আলিয়ার বর তাঁকে প্রশ্ন করত, ‘তুমি ঠিক আছো তো? তোমার কিছু প্রয়োজন আছে? তুমি কমফর্টবেল তো?’ তৃপ্তির কথায়, ‘যখন আশেপাশের মানুষরা তোমাকে এতটা সাপোর্ট করে তখন আর কিছুই অস্বস্তিকর বলে মনে হয় না’।
২০২০ সালে ভারতীয় অভিনেত্রী আনুশকা শর্মা প্রযোজিত ও অনভিতা দত্ত পরিচালিত ‘বুলবুল’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন তৃপ্তি। সমালোচকদের পাশাপাশি দর্শকদের কাছ থেকেও ভালোবাসা পান। ২০২২ সালে মুক্তি পায় তার অভিনীত ‘কালা’।
সূত্র: হিন্দুস্থান টাইমস