Home বিনোদন দৈত্যাকার ইঁদুর পাওয়া গেল নালায়

দৈত্যাকার ইঁদুর পাওয়া গেল নালায়

নালা পরিষ্কার করার কাজ করছিলেন কর্মীরা। হঠাৎ করেই আঁতকে ওঠেন তাঁরা। ও কী! নালার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল আকৃতির ইঁদুর। ঠিক যেন দৈত্যের মতো দেখতে। প্রথমে খানিকটা চমকে গেলেও পরে তাঁরা ইঁদুরটিকে বের করে আনেন নিকাশি নালা থেকে। আর তারপরেই সবটা পরিষ্কার হয়।

ঘটনাটি ঘটেছে, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে। বর্ডার রিপোর্ট নামের সংবাদমাধ্যম জানিয়েছে, নিকাশি নালার কাজে নিযুক্ত কর্মীরা নালা থেকে প্রায় ২২ টন লিটার বর্জ্য পরিষ্কার করেন। আর সেটা করতে গিয়েই এই দৈত্যাকার ইঁদুরের দেখা মেলে। ভাল করে দেখে বোঝা যায় আসলে এটি কাপড়, তুলো দিয়ে তৈরি করা একটি ইঁদুর। হ্যালোইনের জন্য কেউ বানিয়ে ছিল। দেখতে সেটি অবিকল ইঁদুরের মতো। তারপরে কোনও কারণে তার জায়গা হয়েছে নিকাশি নালায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, নালা থেকে তুলে রাস্তার মধ্যে ইঁদুরটিকে রাখা হয়েছে। তারপরে ভাল করে জল দিয়ে সেটিকে ধুচ্ছেন এক কর্মী। আর সেটা দেখতেই জড়ো হয়েছেন অনেক মানুষ। উৎসাহী চোখে তাঁরা সবটা দেখছেন। অনেকে ছবি তুলে ও ভিডিও করে রাখছেন।

ইতিমধ্যেই এই ভিডিও দেখেছেন ৫ লাখের বেশি মানুষ। সবাই ইঁদুরটিকে দেখে অবাক হচ্ছেন। কেউ মুগ্ধ হয়ে বলছেন, এমনভাবে সেটিকে তৈরি করা হয়েছে, যে দেখতে অবিকল ইঁদুর মনে হচ্ছে। অনেকে আবার বলেন, এত বড় একটা ইঁদুর কীভাবে নিকাশি নালায় গেল সেটা ভেবেই অবাক হচ্ছেন তাঁরা।

এই ইঁদুরের ছবি মেক্সিকোর সংবাদমাধ্যম থেকে শুরু করে সব খবরের কাগজে ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, এই ছবি বের হওয়ার পরেই এভলিন লোপেজ নামের এক মহিলা দাবি করেছেন, ইঁদুরটি তাঁর তৈরি করা। তিনিই বছর খানেক আগে হ্যালোইনের জন্য ইঁদুরটি বানান। কিন্তু তারপরেই সেটি নিকাশি নালায় পড়ে যায় আর প্রচণ্ড বৃষ্টির জলে সেটি ভেসে যায় বলে দাবি করেছেন তিনি।

এভলিন আরও জানিয়েছেন, তিনি অনেকবার নিকাশি নালা পরিষ্কারের জন্য আবেদন করেছেন। কিন্তু কোনও বারেই তাঁর সাহায্যের জন্য কেউ আসেনি। অবশ্য এখন ইঁদুরটি উদ্ধার হওয়ার পরে সেটি তিনি ফেরত নেবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি তিনি।

বিজনেসটুডে২৪ ডেস্ক