Home অন্যান্য ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার  এক আসামি মিজানুর রহমান (৪০)।পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

রবিবার দিবাগত রাত ২টার দিকে ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সেনবাগ থানা সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে পার্শ্ববর্তী সোনাইমুড়ী এলাকার বেকারি কর্মচারী এক কিশোরী (১৪) কর্মস্থল থেকে বের হয়ে গ্রামের বাড়ি কবিরহাট উপজেলায় যাচ্ছিল। পথে সোনাইমুড়ী এলাকার মিজানুর রহমান ওই কিশোরীকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে সিএনজিচালিত একটি অটোরিকশায় তোলেন।

এরপর তাকে জোর করে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া এলাকায় নিয়ে অপর এক সহযোগীসহ সারারাত ধর্ষণ করেন। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে রবিবা সেনবাগ থানায় একটি মামলা করে। মামলায় মিজানুর রহমান ও তার অপর এক সহযোগীকে আসামি করা হয়।

রবিবার সন্ধ্যায় ছাতারপাইয়া এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করে সেনবাগ থানার পুলিশের একটি দল। এরপর রাত দুইটার দিকে তাকে নিয়ে তার অপর সহযোগীকে গ্রেপ্তারের জন্য ছাতারপাইয়া পূর্ব বাজারে গেলে মিজানের সহযোগীরা পুলিশের ওপর গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। কিছুক্ষণ পর গোলাগুলি বন্ধ হলে ঘটনাস্থল থেকে মিজানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিজানের লাশ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বন্দুক (এলজি), একটি ছোরা ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।