Home Second Lead ধীরে ধীরে মুখরিত ডিসি হিল

ধীরে ধীরে মুখরিত ডিসি হিল

বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার পর ডিসি হিল থেকে তোলা ছবি। এম জে আলম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম:নিরব-নিস্তব্দ ডিসি হিলে ফিরছে প্রাণ। করোনাকালীন সময় দীর্ঘ বন্ধের পর এই দর্শনীয় স্থানটি খুলে দেওয়া হয়। এটি চট্টগ্রাম শহরের কেন্দ্রবিন্দু জিরো পয়েন্ট হতে ১ কিমি দূরে অবস্থিত।

হেলদি সিটি নামে পরিচিত জামাল খানের পাশ ঘেষেঁ সবুজে অরন্য পাহাড় ঘেড়া এই স্থানটি বাঙালি ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি চর্চায় দিনের পর কেন্দ্র বিন্দুতে পরিণত হয়।

লকডাউনের পর বর্তমানে দর্শনীয় স্থানটিতে সকাল বিকাল দেখা মিলছে সব বয়সী মানুষের। কেউ হাটছেন আবার কেউ গল্পে ব্যস্ত সময় পার করছেন। আবার মা-বাবাদের সাথে আসা ছোট্ট সোনামনিরা ছোটাছুটি করছে মনের আনন্দে।

ডিসি হিল পার্কে প্রতিবছর বছর পহেলা বৈশাখ উদযাপন করা হয়। ১৯৭০ এর দশকের শেষভাগ থেকেই এখানে পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসব পালিত হয়ে আসছে। পহেলা বৈশাখের অনুষ্ঠান আগে ইস্পাহানী পাহাড়ের পাদদেশে উদযাপন করা হলেও ১৯৭৮ সালে এই উৎসব ডিসি হিল পার্কে সরিয়ে নেওযা হয়। ১৯৭৮ সালের উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন ওয়াহিদুল হক, নির্মল মিত্র, মিহির নন্দী, অরুন দাশ গুপ্ত, আবুল মোমেন সুভাষ দে প্রমূখ।