Home জাতীয় ঈদ সামনে রেখে নতুন ডিজাইনের টাকা বাজারে

ঈদ সামনে রেখে নতুন ডিজাইনের টাকা বাজারে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজ ও ডিজাইনের এক হাজার, পঞ্চাশ এবং বিশ টাকার কাগুজে নোট বাজারে ছাড়া হয়েছে। ঈদুল আজহা সামনে রেখে সোমবার (২ জুন) থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকের নির্ধারিত শাখায় সীমিত পরিসরে এই নতুন টাকা সংগ্রহ করতে পারছেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, রোববার (১ জুন) থেকেই কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস এবং বাছাই করা কিছু ব্যাংকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন নোটের বিতরণ শুরু হয়। তবে পর্যাপ্ত মজুত না থাকায় রাজধানীর বাইরে অন্যান্য জেলা শহরে ঈদের আগেই এই নোট সরবরাহ সম্ভব হবে না।

কোন কোন ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ১১টি বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখা থেকে এই নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ব্যাংকগুলো হলো:
সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা, রূপালী, ডাচ-বাংলা, ইসলামী, আল-আরাফাহ ইসলামী, ব্র্যাক এবং ইস্টার্ন ব্যাংক।
তবে কোন শাখায় এই টাকা বিনিময় হবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট ব্যাংক নিজ নিজ ব্যবস্থাপনায়।

নতুন সিরিজের বৈশিষ্ট্য ও থিম

বাংলাদেশ ব্যাংকের প্রকাশনা বিভাগ জানিয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমকে কেন্দ্র করে নতুন নোটের ডিজাইন করা হয়েছে। প্রথম ধাপে ১০০০, ৫০ ও ২০ টাকার নোট চালু করা হলেও ভবিষ্যতে ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকার নোটও নতুন ডিজাইনে মুদ্রণ করে বাজারে ছাড়া হবে।

চলমান সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা প্রচলিত থাকবে। পাশাপাশি, মুদ্রা সংগ্রাহকদের জন্য নমুনা (নন-এক্সচেঞ্জেবল) ১০০০, ৫০ ও ২০ টাকার বিশেষ সংস্করণও ছাপানো হয়েছে, যা মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

📣 আপনার মতামত জানাতে ভুলবেন না:

👍 লাইক দিন
🔁 শেয়ার করুন
💬 মতামত দিন নিচের মন্তব্যে