Home ক্যারিয়ার নিয়োগ দেবে পেট্রোলিয়াম করপোরেশন

নিয়োগ দেবে পেট্রোলিয়াম করপোরেশন


বিজনেসটুডে২৪ ডেস্ক
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে।

প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন
পদের সংখ্যা- মোট ১২টি
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানে
পদের নাম- চিকিৎসকপদের সংখ্যা-১টিবেতন- ৪৩০০০-৬৯৮৫০ টাকা
পদের নাম- টেলিফোন অপারেটরপদের সংখ্যা-১টিবেতন-৯৩০০-২২৪৯০ টাকা
পদের নাম- গাড়ী চালকপদের সংখ্যা- ১টিবেতন- ৯৩০০-২২৪৯০ টাকা
পদের নাম- বার্তা বাহকপদের সংখ্যা-১টিবেতন- ৮৮০০-২১৩১০ টাকা
পদের নাম- বাস হেলপারপদের সংখ্যা-১টিবেতন-৮২৫০-২০০১০টাকা
পদের নাম- অফিস সহায়কপদের সংখ্যা-৪টিবেতন-৮২৫০-২০০১০টাকা
পদের নাম- নিরাপত্তা প্রহরীপদের সংখ্যা-২টিবেতন-৮২৫০-২০০১০টাকা
পদের নাম-পরিচ্ছন্নতা কর্মীপদের সংখ্যা-১টিবেতন-৮২৫০-২০০১০টাকা
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন http://www.bpc.teletalk.com.bd এই ঠিকানায়।
আবেদনের সময়
আবেদন করা যাবে ৪ জুলাই থেকে। চলবে ২ আগষ্ট পর্যন্ত।