Home বিনোদন জীবন শুধু মায়ায় আটকায়: পরীমনি

জীবন শুধু মায়ায় আটকায়: পরীমনি

বিজনেসটুডে২৪ ডেস্ক

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিষয়, ‘নারী কীসে আটকায়?’ এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। এবার এই ট্রেন্ডে যুক্ত হলেন আরেক আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি। তিনি জানালেন শুধু নারী নয়, মানুষ আসলে কীসে আটকায়!

তিনি অবশ্য এজন্য একটা উপলক্ষকে বেছে নিয়েছেন। আর তাহলো ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিনে রোববার (১৩ আগস্ট) রাতে ফেসবুকে ছেলের জন্মদিনের একটি ছবি পোস্ট করেন পরীমণি।

ক্যাপশনে ছন্দ আকারে তিনি লেখেন, ‘নারী, পুরুষ কিংবা মানুষ, কীসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়। ’ পাশে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

অভিনেত্রীর এমন মন্তব্যে অনেকেই সহমত জানিয়েছেন। কেউ কেউ আবার মজা করেছেন মন্তব্যের ঘরে। একজন লিখেছেন, ‘আমি তো শুধু পড়ালেখায় আটকাই। ’

একজন রাজ্যর প্রতি আদর প্রকাশে লেখেন, ‘আমি তো পদ্ম বাবা সোনাটায় আটকাইয়া গেছি। ’