Home Uncategorized ‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণিকূল বাঁচাই’

‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণিকূল বাঁচাই’

রাজশাহীতে র‌্যালি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস।

 এবারের প্রতিপাদ্য বিষয় ‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণিকূল বাঁচাই’ ।

২০১৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৩ মার্চ ‘বিশ্ব বন্যপ্রাণী দিবস’ পালিত হয়ে আসছে।

 বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মঙ্গলবার সি এন্ড বি মোড় হতে শহীদ এ এইচ এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পর্যন্ত এক বর্ণাঢ়্য র‌্যালি আয়োজন করে।

শহীদ এ এইচ এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজশাহী  মো. কামরুজ্জামান।

 মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বিধান চন্দ্র ও  ভেটেরিনারী এ্যান্ড এ্যানিমেল সাইন্সেস বিভাগের  অধ্যাপক, ড. মো. জালাল উদ্দিন সরদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লাইফস্টক সোসাইটির সাধারণ সম্পাদক ড. হেমায়েতুল ইসলাম আরিফ, রাজশাহী সিটি কর্পোরেশনের ভেটেরিয়ান  ড. মো. ফরহাদ উদ্দিন, সেভ দি ন্যাচার এ্যান্ড লাইফ সোসাইটির  চেয়ারম্যান মো. মিজানুর রহমান এবং প্রকৌশলী মো. নাইমুল হাসান, সভাপতি, রাজশাহী বার্ড ক্লাব, রাজশাহী।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বন বিভাগ, প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ দেশের বন্যপ্রাণীর বিলুপ্তি রোধ তথা জীববৈচিত্র্য সংরক্ষণে একসাথে কাজ করার অঙ্গীকার করেন। বন বিভাগের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।