Home জাতীয় ‘প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি’: প্রধান উপদেষ্টা

‘প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি’: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

শহীদ হাদির জানাজায় প্রধান উপদেষ্টার আবেগঘন বিদায় ভাষণ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। জানাজাপূর্ব বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, “প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং বাংলাদেশ যতদিন আছে, তুমি সকল বাংলাদেশির হৃদয়ে থাকবে।”
হাদির মন্ত্র: ‘চির উন্নত মম শির’

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে হাদির দেওয়া জীবনদর্শন ও সাহসিকতার কথা স্মরণ করেন। তিনি বলেন, হাদি জাতিকে ‘বল বীর চির উন্নত মম শির’—এই মন্ত্রে উজ্জীবিত করে গেছেন। ড. ইউনূস অঙ্গীকার করেন, “এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে। আমাদের শির কখনো নত হবে না। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে বলব, কারও কাছে মাথা নত করব না। হাদি যে মন্ত্র আমাদের দিয়ে গেছে, আমরা প্রত্যেকে সেটা প্রমাণ করব।”

রাজনীতি ও নির্বাচনের নতুন শিক্ষা

শহীদ হাদির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, “হাদি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিল এবং নির্বাচন কীভাবে করতে হয়, তার এক অনন্য দিকনির্দেশনা সে দিয়ে গেছে। মানুষের কাছে কীভাবে বিনীত হতে হয়, কাউকে কষ্ট না দিয়ে কীভাবে নিজের বক্তব্য প্রকাশ করতে হয় এবং নির্বাচনী প্রচারণা চালাতে হয়—সবই সে শিখিয়ে গেছে। আমরা সেই শিক্ষা গ্রহণ করেছি এবং আমাদের রাজনীতিকে এই পর্যায়ে আনতে চাই যাতে হাদি আমাদের প্রত্যেকের মাঝে জাগ্রত থাকে।”

ড. ইউনূস আরও যোগ করেন, “তোমাকে আজ আল্লাহর হাতে রেখে গেলাম। আমরা তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব।”

জানাজায় রাষ্ট্রীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের ঢল

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় প্রধান উপদেষ্টার পাশাপাশি উপস্থিত ছিলেন:

উপদেষ্টা পরিষদ: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজসহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ।

বাহিনী প্রধান: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রাজনৈতিক নেতৃবৃন্দ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা বিপুলসংখ্যক মানুষ এই জানাজায় অংশ নেন। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে আসা সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো সংসদ ভবন এলাকা এক শোকাতুর জনসমুদ্রে পরিণত হয়।