Home জাতীয় ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

ছবি সংগৃহীত

 

ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আজ সোমবার সকালে মল্লিকপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জন পুরুষ, দুই শিশু ও এক নারী রয়েছেন। এখনও এদের পরিচয় মেলেনি। করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে , সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। তারা বোয়ালমারি থেকে আসছিলেন। অপরদিকে, মামুন পরিবহনের বাসটি সুনামগঞ্জ থেকে যশোর যাচ্ছিল।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাপুর আহমদ জানান,নিহতদের পরিচয় মেলেনি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
বিজনেসটুডে২৪ ডেস্ক