বিজেনসটুডে২৪ প্রতিনিধি, যশোর; ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে যশোরে পৃথক ঘটনায় দুই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার আদালতের মাধ্যমে ওই দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী ছাত্রীদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানা সূত্র জানায়, গত ১৯ মে যশোর সদর উপজেলার ভেকুটিয়া বাজার এলাকা থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। তার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয়ের পর নানা প্রলোভনে পড়ে মেয়েটি অপহৃত হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় মেয়েটির অবস্থান শনাক্ত করে পুলিশ বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ধনেশ্বর গ্রামে অভিযান চালায়। অভিযানে এসআই তানিম ইসলামের নেতৃত্বে ওই গ্রাম থেকে আরিয়ান মুন্সী নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ভুক্তভোগী ছাত্রীটিকে।
অন্যদিকে, ২০ মে যশোর শহরের কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে থেকে এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অভিযোগ ওঠে, একই কলেজে পড়ুয়া ফিরোজ হোসেন নামের এক যুবক তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। অভিযোগের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে মথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে ফিরোজ হোসেনকে আটক এবং ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
উভয় ঘটনায় শুক্রবার আদালতে হাজির করা হলে বিচারক ছাত্রদ্বয়কে পরিবারের জিম্মায় দেন এবং অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিশেষজ্ঞদের মতে, কিশোর-কিশোরীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা ভয়াবহ ঝুঁকির জন্ম দিচ্ছে। প্রতারণা, প্রলোভন ও অপহরণের ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে।
সতর্কতা ও আহ্বান:
অভিভাবকদের প্রতি অনুরোধ, সন্তানদের অনলাইন ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন। অপরিচিতদের সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা, দেখা করার প্রস্তাব গ্রহণ বা প্রতিশ্রুতিতে সাড়া দেওয়া বিপজ্জনক হতে পারে।
👉 আপনার সন্তান নিরাপদ তো? আজই তাদের সঙ্গে কথা বলুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।