Home সারাদেশ ৩ বন্ধুর পথ চলা থেমে গেছে রক্তাক্ত সড়কে

৩ বন্ধুর পথ চলা থেমে গেছে রক্তাক্ত সড়কে

একসঙ্গে বেড়িয়ে পড়েছিল তারা, ফিরলো একসঙ্গে নিথর দেহ হয়ে। মায়ের কোলে সন্তান নেই, বন্ধুর হৃদয়ে বন্ধু নেই… সড়ক কেড়ে নিল তিনটি স্বপ্ন, তিনটি পরিবার ভেঙে চুরমার।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নরসিংদী: বন্ধুত্বের পথ চলা থেমে গেছে রক্তাক্ত সড়কে। নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন তিন তরুণ।  সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বান্দারদিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিহতরা হলেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার সাইফুল ইসলাম (২৫), আশিক মিয়া (২৩) ও অপু মিয়া (২০)। তারা ছিলেন তিন বন্ধু। পরিবার ও পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় তারা নরসিংদী শহরে ঘুরতে গিয়েছিলেন। রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বান্দারদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনার তীব্রতায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। ছিটকে পড়ে যান তিনজনই। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ও আশিকের মৃত্যু হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে অপু মিয়াও প্রাণ হারান।

শিবপুর থানার উপপরিদর্শক অজয় বালা জানান, দুর্ঘটনার পর দুজনের মরদেহ থানায় রাখা হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এভাবে একইসঙ্গে তিন তরুণ বন্ধুর মৃত্যু এলাকায় শোকের ছায়া নামিয়েছে। পরিবার ও প্রতিবেশীরা বাকরুদ্ধ, ভারাক্রান্ত হৃদয়ে শেষ বিদায়ের প্রস্তুতি নিচ্ছে।

🕯️ ‌তিন তরুণ বন্ধুর এমন করুণ মৃত্যুর ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং আমাদের অবহেলা আর বেপরোয়া গতির মাশুল। এখনই সময় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার।

📢 আপনার মতামত কমেন্টে জানান – কেমন করে থামানো যায় এমন মৃত্যু?
🔁 প্রতিবেদনটি শেয়ার করুন, যেন সবাই সচেতন হয়, আর একটি জীবনও না হারায় রাস্তায়।