Home First Lead দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে হত্যার হুমকি

দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে হত্যার হুমকি

‘বাংলাদেশ হাউস’-এর সামনে উগ্রপন্থীদের হট্টগোল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের বাসভবন ‘বাংলাদেশ হাউস’-এর সামনে একদল উগ্রপন্থীর স্লোগান ও হট্টগোলের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় হাইকমিশনারসহ কর্মকর্তাদের লক্ষ্য করে উসকানিমূলক কথা ও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে একদল ব্যক্তি চাণক্যপুরীর বাংলাদেশ ভবনের গেটের সামনে আসেন। তারা সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ উচ্চস্বরে চিৎকার ও স্লোগান দিতে থাকেন।

প্রেস মিনিস্টার বলেন, “বিক্ষোভকারীরা বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলছিলেন। তারা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের স্লোগান দিচ্ছিলেন।”

বিক্ষোভকারীরা হাইকমিশনারকে হত্যার হুমকি দিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ফয়সাল মাহমুদ জানান, তারা সেখানে উসকানিমূলক কথাবার্তা বলছিলেন। তিনি বলেন, “হতে পারে। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন—‘ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো’।” তবে তিনি স্পষ্ট করেন যে, এগুলো কেবল কথাবার্তা ও চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেখানে কোনো ধরনের শারীরিক হামলা, ভাঙচুর বা কোনো কিছু ছোড়াছুড়ির ঘটনা ঘটেনি। ওই ব্যক্তিরা কিছুক্ষণ গেটের সামনে চিৎকার করে নিজেরাই চলে যান।

জরুরি বৈঠক ও নিরাপত্তা পরিস্থিতি: ঘটনার পরপরই রাতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে হাইকমিশনারকে আশ্বস্ত করা হয়েছে যে, সংশ্লিষ্ট ব্যক্তিরা চিৎকার-চেঁচামেচি করে এলাকা ত্যাগ করেছেন এবং বাড়তি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ত্রিপুরা ও কলকাতায় বাংলাদেশ মিশনে সাম্প্রতিক উত্তেজনার পর দিল্লির এই ঘটনাটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও বড় কোনো হামলা হয়নি, তবে অত্যন্ত সুরক্ষিত কূটনৈতিক জোনে এসে এভাবে সরাসরি হুমকি দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে হাইকমিশন।