পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ বার্তা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লালমনিরহাটঃ পাটগ্রাম উপজেলার জগতবেড় ও জোংড়া ইউনিয়ন সংলগ্ন সীমান্তে এখন এক অজানা আতঙ্ক বিরাজ করছে। ভারত থেকে বাঘ লোকালয়ে চলে আসতে পারে—ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এমন তথ্যের পর সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। বিজিবির পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হলেও এখন পর্যন্ত বাংলাদেশে কোনো বাঘ প্রবেশের চাক্ষুষ প্রমাণ মেলেনি।
সীমান্তবর্তী প্রধান পিলার ৮৬৮-এর উপপিলার ৩ সংলগ্ন ভারতের কোচবিহার জেলার বালারহাট এলাকায় গত বৃহস্পতিবার রাতে একটি বাঘের দেখা মেলে। বিএসএফ-এর সূত্রমতে, সীমান্ত থেকে মাত্র ৪০০ গজ দূরে ভারতীয় লোকালয়ে বাঘটি ঢুকে পড়লে স্থানীয়দের চিৎকারে সেটি গভীর বনে পালিয়ে যায়। ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের শ্রীমুখ ক্যাম্প বিষয়টি বাংলাদেশের নাজিরগোমানী বিজিবি ক্যাম্পকে (৬১ বিজিবি ব্যাটালিয়ন) অবহিত করে।
বিএসএফ-এর তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা নিয়েছে বিজিবি। বৃহস্পতিবার রাতেই জগতবেড় ও জোংড়া ইউনিয়নের মোহাম্মদপুর ককোয়াবাড়ীসহ আশেপাশের গ্রামগুলোতে হ্যান্ড মাইকিং করা হয়। গভীর রাতে চলাচল না করতে এবং অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে।
বিশেষ করে সীমান্ত এলাকাটি কাঁটাতারবিহীন হওয়ায় স্থানীয়দের মধ্যে এই সন্দেহ ও ভয় আরও ঘনীভূত হয়েছে। গত এক সপ্তাহ আগে ভারতের ওই অংশে দুটি বাঘের আসার খবর এবং একটিকে পিটিয়ে হত্যার ঘটনা জনমনে এই আতঙ্ককে আরও উসকে দিয়েছে।
মোহাম্মদপুর ককোয়াবাড়ী এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন ও আজিজুল ইসলাম জানান, এলাকায় বাঘ আসার কথা শুনে তারা কৃষি কাজ করতে যেতে ভয় পাচ্ছেন। তবে তারা বা কাউকে সচক্ষে বাঘ দেখতে পাননি। আত্মীয়-স্বজনদের ফোনের কারণে আতঙ্ক আরও ছড়াচ্ছে।
বিজিবির নাজিরগোমানী ক্যাম্প বা ব্যাটালিয়ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি না হলেও এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “বাঘ বাংলাদেশে প্রবেশের কোনো প্রমাণ নেই। বিএসএফ-এর তথ্যের ভিত্তিতে কেবল সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মাঝে বিষয়টি নিয়ে অতিরঞ্জিত আলোচনা চলছে।”
প্রশাসনিক সূত্র বলছে, সীমান্তবর্তী বন জঙ্গল দিয়ে বাঘ লোকালয়ে চলে আসা অস্বাভাবিক নয়, তবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার বিষয়টি এখনো নিশ্চিত নয়। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং বন বিভাগের সাথেও যোগাযোগ রাখা হচ্ছে।
এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com










