Home Second Lead বান্দরবানে লুম্বিনী লিমিটেড লকডাউনে

বান্দরবানে লুম্বিনী লিমিটেড লকডাউনে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: পার্বত্য জেলা বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় অবস্থিত রপ্তানিমুখী সোয়েটার কারখানা লুম্বিনী লিমিটেড লকডাউন ঘোষণা করা হয়েছে সোমবার রাতে।

আর কারখানার শ্রমিকদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। পার্শবর্তী কয়েকটি খাবারের দোকানও লকডাউন করা হয়েছে।

কারখানার এক শ্রমিকের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর প্রশাসনিক কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে। কারখানার শ্রমিকরা শহরের বিভিন্ন স্থানে থাকেন। একজন শ্রমিকের করোনা পজেটিভ শনাক্ত হওয়ার সংবাদে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

সিভিল সার্জন ডা. অংসুইপ্রু কারখানার এক শ্রমিকের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, লুম্বিনী লিমিটেডের একজন শ্রমিক করোনা পজিটিভ হওয়ায় কারখানাটি লকডাউন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কারখানাটির ৫৪১ জন শ্রমিকের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।