শিপিং এসোসিয়েশনে ভারতের সহকারি হাই কমিশনার ড. রাজীব রঞ্জন
মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার জন্য বিএসএএ চেয়ারম্যান আরিফের কৃতজ্ঞতা প্রকাশ
চট্টগ্রাম: চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার ড. রাজীব রঞ্জন-এর সাথে বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশনের পরিচালনা পর্ষদের সৌজন্য সভা মঙ্গলবার (১৪ নভেম্বর) আগ্রাবাদস্থ মক্কা মদিনা ট্রেড সেন্টারে এসোসিয়েশনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, ভাইস-চেয়ারম্যান মোহাম্মেদ শফিকুল আলম জুয়েল ও মো. রিয়াজ উদ্দিন খান সহ পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ মামুনুর রশীদ, মো. আজফার আলী, সৈয়দ সোহেল হাসনাত, মোহাম্মেদ মুনতাসির রুবাইয়াত, রফিকুল আনোয়ার বাবু, মো. নজরুল ইসলাম, নাজমুল হক, এস. এম. এনামুল হক, মোহাম্মেদ আসলাম, মো. এনাম-উল হক, এসোসিয়েশনের সদস্য এজেন্টের প্রতিনিধি অনিল কে. চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক, এ্যামস ইন্টারন্যাশনাল লিমিটেড; এনামুল হক, হেড অব অপারেশন এন্ড লজিষ্টিক্স, সিএমএ-সিজিএম; ওয়াহিদুল আলম, এক্সিকিউটিভ ডাইরেক্টর, রিলায়েন্স শিপিং এন্ড লজিষ্টিক্স লি. এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক মাহফুজুল হক শাহ উপস্থিত ছিলেন।
সৈয়দ মোহাম্মদ আরিফ এসোসিয়েশনের কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণী সহকারী হাই কমিশনার সমীপে পেশ করেন। এতে শিপিং সেক্টরের সাম্প্রতিক উন্নয়ন বিশেষত মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ও বে টার্মিনাল প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা উপস্থাপন করা হয়।
বিএসএএ চেয়ারম্যান এর বক্তব্যে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় পরিচালকবৃন্দ মোহাম্মেদ মুনতাসির রুবাইয়াত, মামুনুর রশীদ এবং সদস্য এজেন্টদের প্রতিনিধিবৃন্দ এনামুল হক, অনিল কে. চৌধুরী এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ বিভিন্ন বক্তব্য রাখেন।
ভারতের আরোপিত এন্টি-ডাম্পিং ট্যাক্সের কারণে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য রপ্তানিতে বিরাজমান সমস্যার কথা তারা উল্লেখ করেন। এ ছাড়া, ভারতের শুল্ক আইনকে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি সহায়ক করা, কাঁচা তুলা, ফ্লাই এ্যাশ এবং স্ক্র্যাপ আমদানির ক্ষেত্রে বাংলাদেশি কোস্টাল ভেসেল ও বার্জ ব্যবহারের সুবিধা প্রদানের আহ্বান জানান। চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার রেলপথে আখাউড়া হয়ে ভারতের আগরতলা ও অভ্যন্তরীণ বিভিন্ন স্থানে পরিবহনের লক্ষ্যে একটি প্রস্তাবনা ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমীপে পেশ করার জন্য সহকারি হাই কমিশনারকে অনুরোধ জানানো হয়।
সহকারী হাই কমিশনার এসোসিয়েশনের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। বক্তব্যে উল্লেখ করেন যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষত ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ভারত-বাংলাদেশের সম্পর্ক খুবই নিবিড়। একই সাথে তিনি বাংলাদেশের লজিষ্টিক্স সেক্টরের উন্নয়নের প্রশংসা করে উল্লেখ করেন যে চট্টগ্রাম অচিরেই একটি বাণিজ্যিক হাব হিসেবে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। -সংবাদ বিজ্ঞপ্তি