Home First Lead বেহাল চট্টগ্রাম আউটার স্টেডিয়াম !

বেহাল চট্টগ্রাম আউটার স্টেডিয়াম !

 

চট্টগ্রামের কাজীর দেউড়ির এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন আউটার স্টেডিয়াম। এ মাঠে খেলে তারকা হয়েছেন অনেকে। দেশের গণ্ডী ছাড়িয়ে বিশ্বজয় করেছেন কেউ কেউ। একসময় উদীয়মান শিশু-কিশোর, তরুণদের ক্রীড়াচর্চায় মুখর থাকত এ মাঠ। শুষ্ক মৌসুমে খেলার পাশাপাশি বসত মেলাও। কালের পরিক্রমায় একদিকে সুইমিং পুলের কারণে মাঠ হয়েছে ছোট অন্যদিকে পরিচর্যা না থাকায় পানি জমে আবর্জনার ভাগাড় ও মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। ছবি: আজিম অনন