Home আন্তর্জাতিক নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত

সন্দেহের তীর ইসলামিক স্টেট-এর দিকে
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি মসজিদে এশার নামাজের সময় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। স্থানীয় সময় বুধবার রাতে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে।

পুলিশের দেওয়া তথ্যমতে, এটি একটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিস্ফোরণস্থল থেকে একটি আত্মঘাতী ভেস্টের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। মুসল্লিরা যখন নামাজে মগ্ন ছিলেন, ঠিক তখনই আত্মঘাতী হামলাকারী মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটায়।

বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে “বর্বর, অমানবিক এবং চরম নিন্দনীয়” বলে অভিহিত করেছেন।

গভর্নর বলেন, “একটি উপাসনালয়ে হামলা চালানো পবিত্রতার অবমাননা। বিশেষ করে এমন এক সময়ে যখন মুসলিম ধর্মপ্রাণ ব্যক্তিরা ইবাদত করছিলেন, তখন এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার এই উত্তরাঞ্চলীয় এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে সশস্ত্র চরমপন্থী গোষ্ঠী বোকো হারাম এবং তাদের শাখা ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশ । অতীতে এই অঞ্চলে মসজিদ এবং জনবহুল স্থানে একই ধরনের আত্মঘাতী হামলার পেছনে বোকো হারামের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

বর্তমানে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।