Home বিনোদন ‘ফির মিলেঙ্গে’ ছবির নেপথ্যে ভাইজানের যে ত্যাগ

‘ফির মিলেঙ্গে’ ছবির নেপথ্যে ভাইজানের যে ত্যাগ

সলমন খান

মাত্র ১ টাকায় সলমন!

বিনোদন ডেস্ক: বলিউডের ‘ভাইজান’ সলমন খান মানেই পর্দায় মারকাটারি অ্যাকশন আর ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজের সমাহার। কিন্তু এই সুপারস্টার ইমেজের বাইরেও তাঁর যে এক বিশাল বড় মন রয়েছে, তার প্রমাণ মিলল আবারও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ফির মিলেঙ্গে’ ছবির প্রযোজক শৈলেন্দ্র সিংহ ফাঁস করলেন এক চমকপ্রদ তথ্য। ২০০৪ সালের সেই ছবিতে অভিনয়ের জন্য সলমন পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র ১ টাকা!

সেই সময় বলিউড যখন মূলত রোমান্টিক ঘরানার সিনেমাতেই মজে ছিল, তখন এইচআইভি/এইডস (HIV/AIDS)-এর মতো সংবেদনশীল বিষয় নিয়ে কাজ করা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। সমাজ ও ইন্ডাস্ট্রিতে এই বিষয় নিয়ে ছিল প্রবল ‘ছুতমার্গ’। কিন্তু যুবসমাজকে সচেতন করার মহৎ উদ্দেশ্যে নিজের সুপারস্টার ইমেজ বিসর্জন দিতে দ্বিধা করেননি সলমন। ছবিতে তিনি একজন এইচআইভি পজিটিভ যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন।

ছবির প্রযোজক শৈলেন্দ্র সিংহর মতে, সলমন সেই সময় বলিউডের ‘সুপারম্যান’। সাধারণত বড় তারকারা এমন চিত্রনাট্য পছন্দ করেন যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত তাঁদেরই দাপট থাকবে। কিন্তু ‘ফির মিলেঙ্গে’র ক্লাইম্যাক্সে সলমনের চরিত্রের মৃত্যু হয়। স্রেফ সামাজিক দায়বদ্ধতার খাতিরে তিনি এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র করতে রাজি হয়েছিলেন।

“সলমন যুবসমাজের জন্য এমন একটা ছবি করেছিলেন, যেটা সেই সময়ে দাঁড়িয়ে কেউ ভাবতেই পারত না।” — শৈলেন্দ্র সিংহ, প্রযোজক

শুধু সিনেমাতেই নয়, বাস্তব জীবনেও সলমন তাঁর সমাজসেবামূলক কাজের জন্য পরিচিত। তাঁর নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান’ (Being Human) দীর্ঘদিন ধরে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিতর্ক তাঁর পিছু ছাড়লেও, বহু মানুষের কাছে তিনি এখনও ‘ত্রাতা’ বা ঈশ্বরের দূতের মতো।