Home আন্তর্জাতিক ভারতে গড়ে প্রতিদিন ৮৭টি ধর্ষণ

ভারতে গড়ে প্রতিদিন ৮৭টি ধর্ষণ

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতে এখনও প্রতিদিন  ধর্ষণের ঘটনা ঘটছে। নির্ভয়া কাণ্ডের অপরাধীদের ফাঁসির সাজার পরেও তা কমেনি। বরং প্রতিদিন মেয়েদের বিরুদ্ধে অপরাধের ঘটনা আরও বেড়েই চলেছে। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর দেওয়া পরিসংখ্যানে সে কথাই উঠে এসেছে।

এই পরিসংখ্যানে জানানো হয়েছে, ২০১৯ সালে প্রতিদিন গড়ে ভারতে ৮৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া এই বছরে মেয়েদের বিরুদ্ধে মোট ৪ লাখ ৫ হাজার ৮৬১টি মামলা দায়ের হয়েছে। এই অপরাধের ঘটনা ২০১৮ সালের তুলনায় ৭ শতাংশ বেড়েছে। ২০১৮ সালে মেয়েদের বিরুদ্ধে ৩ লাখ ৭৮ হাজার ২৩৬ টি অপরাধের মামলা দায়ের হয়েছিল।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তরফে প্রকাশিত ‘ক্রাইম ইন ইন্ডিয়া ২০১৯’ রিপোর্টে বলা হয়েছে, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে মেয়েদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ৭.৩ শতাংশ বেড়েছে। ২০১৮ সালে প্রতি লাখ মহিলাদের মধ্যে ৫৮.৮ শতাংশের বিরুদ্ধে অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০১৯ সালে তা বেড়ে হয়েছে ৬২.৪ শতাংশ।

এই পরিসংখ্যানে জানানো হয়েছে, ২০১৮ সালে ৩৩ হাজার ৩৫৬টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। ২০১৭ সালে তা ছিল ৩২ হাজার ৫৫৯টি।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর এই পরিসংখ্যান জানাচ্ছে, এই অপরাধের মামলার সিংহভাগ অর্থাৎ ৩০.৯ শতাংশ মামলা হয়েছে মেয়েদের বিরুদ্ধে পারিবারিক হিংসার। এছাড়া ২১.৮ শতাংশ ক্ষেত্রে মহিলাদের শ্লীলতাহানির উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটেছে। ১৭.৯ শতাংশ ক্ষেত্রে মেয়েদের অপহরণের ঘটনা ঘটেছে।

এই পরিসংখ্যানে জানা গিয়েছে, শুধুমাত্র মেয়েদের বিরুদ্ধে নয়, শিশুদের বিরুদ্ধেও অপরাধের ঘটনা বেড়েছে। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ৪.৫ শতাংশ বেড়েছে। ২০১৯ সালে শিশুদের বিরুদ্ধে অপরাধের মোট ১ লাখ ৪৮ হাজার মামলা দায়ের হয়েছে। তার মধ্যে ৪৬.৬ শতাংশ ক্ষেত্রে শিশুদের অপহরণ ও ৩৫.৩ শতাংশ ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যৌনহেনস্থার ঘটনা ঘটেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর কাজ হল দেশের ৩৬ টি রাজ্য ও ৫৩টি মেট্রোপলিটন শহর থেকে অপরাধের তথ্য নিয়ে তা এক জায়গায় নিয়ে প্রকাশ করা। যদিও এই তথ্য প্রকাশের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক ফের একবার জানিয়েছে, পশ্চিমবঙ্গের তরফে সাম্প্রতিক তথ্য দেওয়া হয়নি। তার ফলে জাতীয় ও শহর ভিত্তিক হিসেব দেওয়ার ক্ষেত্রে ২০১৮ সালের তথ্য নিতে হয়েছে।

এই করোনা সংক্রমণের মধ্যেও অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানের জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা।