Home বিনোদন প্রিয়ঙ্কার পরামর্শ: স্ত্রীর সতীত্ব নয়, মানুষটা দেখুন

প্রিয়ঙ্কার পরামর্শ: স্ত্রীর সতীত্ব নয়, মানুষটা দেখুন

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক:

‘সতীত্ব এক রাতেই হারাতে পারে, কিন্তু চরিত্র সারা জীবনের’— বিয়ের বিষয়ে পুরুষদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। ভার্জিন স্ত্রী খোঁজার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘বিয়ের জন্য ভার্জিন মেয়ে খুঁজো না। সভ্য, মূল্যবোধসম্পন্ন একজন মানুষকে জীবনসঙ্গী করো।’’

২০১৮ সালে জোধপুরের রাজকীয় প্রাসাদে বিলাসবহুল আয়োজনে গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়ঙ্কা। বয়সে ছোট স্বামীকে বেছে নেওয়ার পর নানা সমালোচনার মুখে পড়লেও তিনি কখনও পিছু হঠেননি। বরং নিজের সিদ্ধান্ত ও সম্পর্ক নিয়ে বরাবরই ছিলেন আত্মবিশ্বাসী। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরুষদের উদ্দেশে তিনি বলেন, ‘‘নারীদের বিয়ের আগে তাদের সতীত্ব নয়, তাদের ব্যবহার ও মূল্যবোধ দেখা উচিত। কারণ সতীত্ব একটি শারীরিক অবস্থা, যা মুহূর্তে শেষ হতে পারে, কিন্তু মানুষের আচরণ, দৃষ্টিভঙ্গি ও চরিত্র তার প্রকৃত পরিচয়।’’

এই বক্তব্য সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। অনেকেই সমর্থন জানান, আবার কেউ কেউ কটাক্ষ করেন। তবে প্রিয়ঙ্কার মতে, এই ধরনের সামাজিক মনোভাবই লিঙ্গ বৈষম্যের শিকড়। বরাবরই নিজেকে নারীবাদী বলে পরিচয় দিয়ে এসেছেন তিনি। তবে তাঁর মতে, নারীবাদ মানে পুরুষ বিদ্বেষ নয়— বরং সমান অধিকার ও সম্মানের দাবি।

নিক জোনাসকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে গর্বিত প্রিয়ঙ্কা বলেন, ‘‘নিক সবসময় আমার পাশে থেকেছে, আমাকে উৎসাহ দিয়েছে। এমন একজন জীবনসঙ্গী পাওয়া আমার জন্য সৌভাগ্যের।’’

আধুনিক সমাজে বিয়েকে ঘিরে যেসব পুরোনো মানসিকতা এখনও প্রচলিত, তা ভাঙতে এই ধরনের সাহসী মত প্রকাশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। প্রিয়ঙ্কার বক্তব্যের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছানোর সম্ভাবনাও দেখা যাচ্ছে।


আপনি কি প্রিয়ঙ্কা চোপড়ার মতের সঙ্গে একমত? বিয়ের ক্ষেত্রে সতীত্ব না চরিত্র— কোনটা বেশি জরুরি? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আরও এমন প্রতিবেদন পড়তে চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ।