Home আন্তর্জাতিক চিনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১১

চিনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১১

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল চিন। সোমবার স্থানীয় সময় রাত ১১ টা ৫৯ মিনিটে চিনের উত্তর-পশ্চিমাঞ্চলে গাংসু প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। ইতিমধ্যে অন্তত ১১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ২৩০ জনের বেশি মানুষ। ধসে পড়েছে বিস্তীর্ণ এলাকার বহু বাড়ি। যত সময় যাচ্ছে ততই বাড়ছে হতাহতের সংখ্যা।

গাংসুর পার্শ্ববর্তী কুইনঘাই প্রদেশেও এই ভূমিকম্পের যথেষ্ট প্রভাব পড়েছে। সেখানে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১২৪ জন। মঙ্গলবার ভোর রাত থেকে সমস্ত এলাকায় শুরু হয়েছে উদ্ধার কাজ।

দ্য় ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৯। ভূমিকম্পটির কেন্দ্র ছিল, গানসু প্রদেশের রাজধানী লানঝোরের ১০২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্টের ৩৫ কিলোমিটার গভীরে। যদিও স্থানীয় সংবাদ সূত্রের খবর, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২। ভূমিকম্পের পর কয়েকবার আফটারশক অনুভূত হয়েছে।

জোরালো এই ভূমিকম্পের পর বেশ কিছু গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

উল্লেখ্য, চিনে এই ধরনের ভূমিকম্প খুব একটা নতুন নয়। চলতি বছরের অগস্টে দেশটির পূর্বাঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। যেখানে প্রাণ হারান ২৩ জন। তারও আগে গত বছরের সেপ্টেম্বরে সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়। তবে ২০০৮ সালে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ঘটেছিল। সেবার ৭.৯ তীব্রতার ভূমিকম্পে প্রায় ৮৭ হাজার মানুষের মৃত্যু হয়। নিখোঁজ হয়ে যায় প্রায় পাঁচ হাজারের বেশি স্কুল পড়ুয়া।