Home সারাদেশ মাধবপুরে ৬ প্রকল্পের ভিত্তি দিলেন বিমান প্রতিমন্ত্রী

মাধবপুরে ৬ প্রকল্পের ভিত্তি দিলেন বিমান প্রতিমন্ত্রী

বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী
মাসুদ লস্কর, হবিগঞ্জ থেকে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী রবিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
 সকাল ১১ টায় মাধবপুর উপজেলা মিলনায়তনে (স্বচ্ছতা)  উপজেলা প্রশাসন মাধবপুর কর্তৃক আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তিনি প্রধান অতিথি হিসাবে স্হানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের আওতাভুক্ত ৬ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উপজেলা পল্লী মাতৃকেন্দ্রের ১৩ টি দলের মধ্যে ক্ষুদ্র ঋন বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় মহিলাদের জন্য আয় বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের  ৫০ জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদ ও ছয় লক্ষ টাকার চেক বিতরণ, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীদের  মাঝে ২০ টি সাইকেল প্রদান এবং ১০৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলী বলেন  পর্যটন খাতকে ঢেলে সাজানো হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পর্যটন শিল্প আজ রাজস্ব আয়ের অন্যতম উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে। কক্সবাজারে আন্তর্জাতিক মানের বিমানবন্ধর স্হাপন করা হচ্ছে। বাংলাদেশ বিমান লাভজনক খাতে পরিনত হয়েছে।  এই প্রথম বিমান বাংলাদেশ এয়ারলাইনস লাভের মুখ দেখেছে।
মাহবুব আলী বলেন, এ সরকার দেশে দারিদ্র বিমোচনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরের মাধ্যমে সাহায্য সহযোগিতাসহ বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে ঋন দান কর্মসূচির আওতায় এনে স্বাবলম্বী করতে অগ্রণী ভুমিকা পালন করছে।
বক্তব্য রাখেন: মেয়র হাবিবুর রহমান মানিক, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী শাহ আলম,  আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, ফারুক পাঠান, ছাত্র লীগ নেতা আনু মোহাম্মদ সুমন প্রমুখ।