Home First Lead শনিবার থেকে মা-শিশু হাসপাতালে করোনা চিকিৎসা

শনিবার থেকে মা-শিশু হাসপাতালে করোনা চিকিৎসা

সরেজমিনে পরিদর্শনে গিয়ে কার্যনিবাহি কমিটি ও চিকিৎসকদের সাথে কথা বলছেন সাংসদ এম এ লতিফ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: নতুন করে কোন বিপত্তি না হলে মা-শিশু ও জেনারেল হাসপাতালে শনিবার থেকে শুরু হবে করোনা চিকিৎসা সেবা।

হাসপাতালের কার্যনির্বাহি কমিটির ট্র্রেজারার রেজাউল করিম আজাদ-এই তথ্য জানিয়ে বললেন, করোনা ইউনিটের জন্য নতুনভাবে নিয়োগ করা হযেছে কয়েকজন চিকিৎসক। বৃহস্পতিবারও কয়েকজন নিয়োগ পাচ্ছেন। করোনা ইউনিটে চিকিৎসাসেবা চালুর জন্য প্রয়োজনীয় নার্স, তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মি সব প্রস্তুত। ‍দু’দফায় উদ্যোগ নিয়েও অভ্যন্তরীণ যে সংকটের কারণে শুরু করা যায়নি, তা-ও কেটে গেছে। করোনা রোগী ও করোনা উপসর্গ থাকা রোগীদের চিকিৎসায় চট্টগ্রামে ভয়াবহ দৈন্যদশা বিরাজমান। এমন পরিস্থিতিতে কেউ আর বাধাগ্রস্ত করবে না বলে আশা করেন রেজাউল করিম আজাদ।

মা-শিশু ও জেনারেল হাসপাতাল  বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী, জনহিতকর ও স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান। সাধারণ মানুষ এবং বিত্তবানদের  অর্থানুকূল্যে এটি পরিচালিত ।

বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার অনুমোদনও পাওয়া গেছে চিকিৎসা সেবা চালুর বিষয়ে। তবে, করোনা ভাইরাস পরীক্ষার পলিমারি  চেইন রিএ্যাকশন (পিসিআর) মেশিন পাওয়া যায়নি। এরজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। স্থানীয় সাংসদ এম আবদুল লতিফ এ ব্যাপারে যোগাযোগ রক্ষা করছেন মন্ত্রণালয়ের সাথে। কয়েকদিন আগে তিনি সরেজমিনে দেখে গেছেন করোনা চিকিৎসা ব্যবস্থা চালুর প্রস্তুতি।

হাসপাতালে নব নির্মিত  ভবনে করোনা রোগী চিকিৎসার জন্য ২০ শয্যার আইসোলেশন সেন্টার এবং ৫০ শয্যার ফ্লু কর্নার তৈরি।  সেন্টারে চিকিৎসা সেবা পাবেন করোনা আক্রান্তরা। ভেন্টিলেটরের সুবিধাও রয়েছে। সেই সঙ্গে আরও সুবিধা সংযোজিত হচ্ছে বলে কার্যনির্বাহি কমিটি সূত্রে জানা গেছে। হাসপাতালের আইসিইউতে ১১টি ভেন্টিলেটর রয়েছে। প্রয়োজনে সেগুলোও ব্যবহার করার ব্যবস্থা রাখা হয়েছে।