Home রাজনীতি মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী কল্যাণমূলক কাজ করবে স্বাধীনতা নারীশক্তি: সাংসদ লতিফ

মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী কল্যাণমূলক কাজ করবে স্বাধীনতা নারীশক্তি: সাংসদ লতিফ

সাংসদ লতিফের নেতৃত্বে স্বাধীনতা নারীশক্তির র‌্যালি

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করছেন। সাংসদ এম আবদুল লতিফ

বুধবার (১ জানুয়ারি) দুপুরে পতেঙ্গা নেভাল সড়কে মুজিব বর্ষ উপলক্ষে স্বাধীনতা নারী শক্তি আয়োজিত সমাবেশে একথা বলেন। তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা। সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, নারীদের জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে স্বাধীনতা নারীশক্তি সংগঠনটি গড়ে তুলেছি। এখন সদস্য সংখ্যা ৩৬ হাজার। তাদের গাড়ি চালানো, কম্পিউটার কোর্স, বিদেশি ভাষা শিক্ষা, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি মনে করি তারা স্বাবলম্বী হলে বাংলাদেশ স্বনির্ভর হবে।
তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী কল্যাণমূলক কাজ করবে স্বাধীনতা নারীশক্তি। পতেঙ্গা থেকে রেল স্টেশন পর্যন্ত আমার সংসদীয় এলাকা। এত বড় এলাকার প্রতিটি ঘরের সমস্যা নারীশক্তির সদস্যদের মাধ্যমে জানতে পারি। ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রি থেকে শুরু করে তারা প্রচুর পরিশ্রম করেন। আমি গরিবদের ভালোবাসি। তাদের সন্তানদের প্রশিক্ষণ দিচ্ছি, তারা কর্মক্ষেত্রে সফল হবে। যারা পড়ালেখায় ভালো নয়, তাদের কারিগরি শিক্ষা দেবো, খেলোয়াড় হিসেবে গড়ে তুলবে। সবার মধ্যে সুপ্ত সম্ভাবনা আছে। তা বের করার দায়িত্ব জনপ্রতিনিধি ও সমাজকর্মীদের। চট্টগ্রাম চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ বলেন, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর জন্মের ১০০ বছর। স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন তিনি। তার স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা নারী শক্তি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। সরকারের সব উন্নয়নের খবর ঘরে ঘরে পৌঁছে দেবে।

স্বাধীনতা নারীশক্তির পরিচালক বিবি মরিয়ম বলেন, বন্দর-পতেঙ্গা আসনের ৩৬ হাজার নারীর অভিভাবক এমএ লতিফ। তার সব চিন্তা, কার্যক্রম মানুষের কল্যাণের জন্য। তিনি নারী জাগরণের পাইওনিয়ার। আমি গর্বের সঙ্গে এ সংসদীয় আসনের নারীরা সংগঠিত। দেশের কল্যাণে, সমাজ পরিবর্তনে কাজ করছি আমরা।

নারীনেত্রী গুলজারা বেগম বলেন, এলাকার কোনো অসুস্থ ব্যক্তি, অসহায় মানুষ এমএ লতিফের ঘর থেকে খালি হাতে পারেনি। তার মতো সংসদ সদস্য সারা দেশে দ্বিতীয়জন নেই। এলাকার নারীদের প্রতিষ্ঠিত করতে স্বাধীনতা নারীশক্তি গড়ে তুলেছেন।

পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হক সুমন, পতেঙ্গা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আসলাম, ৪১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, সমাজসেবক আবদুল বারেক কোম্পানি, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসান মুরাদ প্রমুখ।
বিজনেসটুডে২৪