Home আন্তর্জাতিক বার্সেলোনায় জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

বার্সেলোনায় জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

বিজনেসটুডে২৪ ডেস্ক

মুহাম্মদ নামটি ব্যাপক জনপ্রিয় স্পেনে। দেশটির ৬৬ হাজার ৩৪০ জন বর্তমানে এই নাম রেখেছেন। পুরুষদের জনপ্রিয় নামের তালিকায় মুহাম্মদ নামটি দেশটিতে ৬০ থেকে ৬৫তম অবস্থানে থাকলেও স্পেনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর বার্সেলোনায় মুহাম্মদ নামটি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। সেখানকার ১৩ হাজার ৩২৬ জনের নাম মুহাম্মদ।

স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, স্পেনে অন্য জনগোষ্ঠীর তুলনায় মুসলিমদের জন্মহার অনেক বেশি। স্প্যানিশ সংবাদপত্র দি অবজেক্টিভ জানিয়েছে, স্পেনে মুহাম্মদ নামটি একমাত্র বিদেশি শব্দ, যা বিভিন্ন শহরে প্রসিদ্ধ নামের তালিকায় স্থান করে নিয়েছে এবং বার্সেলোনায় শীর্ষস্থান লাভ করেছে। এর আগে এখানে জনপ্রিয় নাম ছিল আরনাউ, যা বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমানে নামটি রেখেছেন ১৩ হাজার ২৪৪ জন। তালিকার পরবর্তী জনপ্রিয় নাম জেরার্ড ও সেরগি। জানা যায়, স্পেনের অন্য শহরগুলোর মধ্যে মাদ্রিদে ৭ হাজার জন, মুরসিয়াতে ৩,৪৪৭ জন, গিরোনায় ৩,৬৮৮ জন এবং আলমেরিয়াতে ৩,৬০০ জন মুহম্মদ নাম রেখেছেন।

মুহম্মদ নামটি এশিয়া অঞ্চলে খুবই পরিচিত নাম। গত এক দশক ধরে নামটি ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয় নামের শীর্ষে রয়েছে। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য মতে, গত এক দশকের বেশি সময় ধরে মুহম্মদ নামটি ব্রিটেনে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে। এছাড়া গত বছর আয়ারল্যান্ডের একটি শহরে মুহম্মদ নামটি জনপ্রিয় নামের শীর্ষে ছিল। ফ্রান্সে প্রতি পাঁচ নবজাতকের মধ্যে একজনের নাম মুহম্মদ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও নামটি জনপ্রিয়।-জিওটিভি নিউজ