Home জাতীয় জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলে যোগদান করেন। জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়াতে ইসলামীর নীতি, আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তাকে বুকে জড়িয়ে ধরে আন্তরিকভাবে বরণ করে নেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদানকালে মেজর (অব.) আক্তারুজ্জামান বলেন, ‘ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমি আমার অবশিষ্ট জীবন অতিবাহিত করতে চাই।’ তিনি জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ এবং দলীয় শৃঙ্খলার প্রতি সর্বদা অনুগত থাকারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

কে এই মেজর আক্তারুজ্জামান?
মেজর (অব.) আক্তারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা ও দেশের প্রবীণ রাজনীতিবিদ। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর।

রাজনীতিতে যোগ দিয়ে তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিভিন্ন সময় তিনি দলের সংস্কারপন্থী নেতা হিসেবেও পরিচিত ছিলেন। এছাড়া মহান মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি আদায়ে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।