Home Second Lead যাত্রা হলো শুরু…

যাত্রা হলো শুরু…

বিজনেসটুডে২৪.কম পথচলা শুরু করলো। দেশ-বিদেশের অর্থনীতি আর ব্যবসা-বাণিজ্যের জরুরি সংবাদগুলো তুলে ধরবো আমরা। বাংলাদেশ, ভারত, এশিয়াকে বেশি গুরুত্ব দেবো আমরা।
বিশেষ করে বাংলাদেশের নদীবন্দর থেকে সমুদ্রবন্দর, পাসপোর্ট অফিস থেকে এয়ারপোর্ট, ইকোনমিক জোন থেকে স্পেশাল ইকোনমিক জোন, আমদানি থেকে রপ্তানি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ, শিল্প, বাণিজ্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়, নৌবাণিজ্য দপ্তর, শিপিং, মতিঝিল থেকে খাতুনগঞ্জ, কাস্টম, শিল্প, বাণিজ্য সংগঠনের খবরকে প্রাধান্য দিতে চাই। ব্লু ইকোনমি এবং মেরিটাইম খাতকে এগিয়ে নিতে চাই আমরাও।
শুধু খবর আর খবরের পেছনের খবর নয়। উদ্যোক্তা, ব্যবসায়ীদের বিনিয়োগ সম্প্রসারণে নতুন নতুন বাধা, সমস্যা, সংকট তুলে ধরবো আমরা। এক্ষেত্রে সংশ্লিষ্টদের বিশেষ সাক্ষাৎকার, অনুসন্ধানী প্রতিবেদন, ফিচারই হবে আমাদের হাতিয়ার। পাশাপাশি থাকবে নতুন কিছু করার প্রচেষ্টা।
খারাপ সংবাদের মূল্য বেশি গণমাধ্যমে। কিন্তু আমরা নেতিবাচক খবরের চেয়ে ইতিবাচক খবরকে বেশি জনপ্রিয় করতে চাই। বিশেষ করে ‘মেড ইন বাংলাদেশ’র প্রতি আমাদের থাকবে অকৃত্রিম ভালোবাসা।
দেশের বাইরে বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, বিশেষ করে কলকাতা, সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলো আগরতলা, দিল্লি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, জাপান ও মধ্যপ্রাচ্যের ব্যবসা-বাণিজ্যের খবর গুরুত্বসহকারে দিতে চাই। এর বাইরে ইউরোপ, আমেরিকার খবরও থাকবে নিয়মিত।
প্রাথমিকভাবে আমরা কিছু বিভাগ চালু করেছি। ডিজিটাল যুগের ডিজিটাল এ অনলাইন নিউজ পোর্টালে আরও নতুন নতুন বিভাগ চালু অব্যাহত থাকবে।
আমরা বিশ্বাস করি, পাঠকই আমাদের বড় শক্তি। পাঠকের চাওয়া-পাওয়া, মতামত, পরামর্শকে আমরা সর্বোচ্চ গুরুত্ব্ দিতে চাই।
পথচলার এ মুহূর্তে আমাদের পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ২০২০।
-সম্পাদক