মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি): রামগড়-বারৈয়ারহাট ও রামগড়-জালিয়াপাড়া সড়কে লাইসেন্সবিহীন তিন চাকার সিএনজি চালকদের ইচ্ছামতো ভাড়া আদায়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। ঈদুল আজহার আগের দিন থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত চলছে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা। এতে যাত্রীরা একপ্রকার জিম্মি অবস্থায় রয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, রামগড় থেকে বারৈয়ারহাট পর্যন্ত প্রতি যাত্রীর কাছ থেকে ১৫০ টাকা এবং জালিয়াপাড়া থেকে রামগড় পর্যন্ত ১০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। অথচ নির্ধারিত ভাড়া যথাক্রমে ১০০ টাকা ও ৬০ টাকা। অতিরিক্ত ভাড়া গুনে যাত্রা করতে গিয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
একাধিক ভুক্তভোগী জানান, ঈদের সময় রিজার্ভ ছাড়া কোনো যাত্রী বহন করছে না অনেক চালক। এক্ষেত্রে রিজার্ভ ভাড়া হিসেবে এক হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। ইসমাঈল হোসেন নামে এক যাত্রী বলেন, “লোকাল ভাড়া বন্ধ করে দিয়ে সিএনজি চালকরা বলছেন, রিজার্ভ না নিলে তারা যাবে না। এতে জনপ্রতি ভাড়া দাঁড়াচ্ছে দুইশত টাকা।”
তাসলিমা নামে আরেক যাত্রী জানান, “মঙ্গলবার আমি বারৈয়ারহাট থেকে রামগড় এসেছি ১৫০ টাকা দিয়ে, আজ বুধবারও একই পরিমাণ টাকা নিয়েছে। তারা আমাদের জোর করে বেশি ভাড়া দিচ্ছে।”
এ বিষয়ে রামগড় অটোরিকশা চালক সমিতির সভাপতি মোঃ শফিকুর রহমান বলেন, “আমরা অতিরিক্ত ভাড়া নেওয়ার পক্ষে নই। বরং আমরা চালকদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। যদি কেউ নিয়ম ভঙ্গ করে, আমাদের কাছে অভিযোগ এলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
রামগড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলম বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের উচিত দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া।”
রামগড় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোঃ রায়হান হোসেন জানান, “যদি কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করেন, আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব।”
রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি ভাড়া সংক্রান্ত অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
🔁 প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন
📰 আরও এমন প্রতিবেদন পেতে ভিজিট করুন BusinessToday24.com