মোঃ মাসুদ রানা, রামগড়: : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির রামগড়ে এক বিশাল আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রামগড় উপজেলা, পৌর, কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৪টার দিকে রামগড় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। রামগড় উপজেলা ও পৌর ছাত্রদলের সমন্বয়ক শেখ দাউদুল ইসলাম এবং মোঃ নুরুল ইসলাম রাজুর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন আনন্দসূচক স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম মজুমদার ও ইব্রাহিম মামুন, আহবায়ক সদস্য আল-আমিন হোসেন। আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদ নিশাত, সদস্য সচিব জাহিদ অন্তর এবং যুগ্ম আহবায়ক সালমান হোসেন।
শিক্ষার্থী ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। রামগড় সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মতিন ও সহ-সভাপতি আশিফুল ইসলাম ইমন এবং রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাসান মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিন রাইহান নিজ নিজ ইউনিটের নেতাকর্মীদের নিয়ে মিছিলে যোগ দেন।
এছাড়া মাঠ পর্যায়ের সক্রিয় নেতা হিসেবে রামগড় সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন এবং ০২ নং পাতাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এনায়েত উল্লাহর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
মিছিলটি পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে সমৃদ্ধ ও গণতান্ত্রিক। তার এই প্রত্যাবর্তন ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
#TariqueRahman #BNP #Chatradal #Ramgarh #Khagrachhari #BangladeshPolitics #দেশনায়ক #স্বদেশ_প্রত্যাবর্তন #রামগড় #ছাত্রদল










