Home Third Lead রায়হানের সাথে আইনজীবীদের দেখা হয়নি

রায়হানের সাথে আইনজীবীদের দেখা হয়নি

বিজনেসটুডে২৪ ডেস্ক

মালয়েশিয়ায় গ্রেপ্তার প্রবাসী বাংলাদেশি রায়হান কবিরের সাথে আইনজীবীরা দেখা করতে পারেননি। সোমবার তাদের দেখা করার তারিখ নির্ধারিত ছিল। বেলা ২টায় তারা অভিবাসন বিভাগে গেলে জানানো হয়েছে যে পরে দেখা করার তারিখ জানানো হবে।

রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা (চেম্বারস অব সুমিতা) এবং সেলভারাজ চিন্নিয়াহ (মেসার্স সিআর সেলভা) গণমাধ্যমকে জানান, মালয়েশিয়ার পুলিশ ও অভিবাসন বিভাগকে তারা শনিবারই দেখা করার জন্য আবেদন জানিয়েছিলেন। সোমবার দেখা করার সময়ও দেওয়া হয়।

আইনজীবী সুমিতা জানিয়েছেন, রায়হানের পরিবার তাদের নিয়োগ দিয়েছে, তাই তারা চান বাংলাদেশের হাইকমিশনের কর্মকর্তারা যেন আইনজীবী হিসেবে তাদের সঙ্গে রাখে। এ ব্যাপারে তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশনের সহায়তা চেয়েছেন।

মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন ল’ইয়ারস ফর লিবার্টি (এলএফএল) মনে করে যে রায়হান কবিরের গ্রেপ্তার ও ওয়ার্ক পারমিট বাতিলের সিদ্ধান্ত আইনবহির্ভূত অবৈধ পদক্ষেপ। আলজাজিরায় সাক্ষাত্কার দিয়ে রায়হান কোনো বেআইনি কাজ করেননি বরং মালয়েশীয় কর্তৃপক্ষের প্রতিশোধমূলক পদক্ষেপের শিকার হয়েছেন।

-সূত্র মালয় মেইল