বিজেনসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আবারও বাড়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ তথ্যমতে, ২২ মে পর্যন্ত মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ হাজার ৬৪২ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ২৫ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব পদ্ধতি ‘ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল ৬’ বা বিপিএম-৬ অনুযায়ী, এ সময় পর্যন্ত দেশের নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার ২৭২ দশমিক ৭০ মিলিয়ন ডলার।
এর আগে ১৯ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৫ হাজার ৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার এবং নিট রিজার্ভ ছিল ২০ হাজার ৭০ দশমিক ৫৯ মিলিয়ন ডলার। সেই তুলনায় ২২ মে পর্যন্ত উভয় হিসাবেই সামান্য উন্নতি দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক রিজার্ভ পরিমাপে দুটি পদ্ধতি অনুসরণ করা হয়। একদিকে রয়েছে গ্রস রিজার্ভ, যেখানে দেশের সব ধরনের বৈদেশিক মুদ্রা মজুদের হিসাব ধরা হয়। অন্যদিকে, আইএমএফের বিপিএম-৬ অনুযায়ী নিট রিজার্ভ নির্ধারণ করা হয়—যেখানে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় ও প্রতিশ্রুতির অর্থ বাদ দেওয়া হয়।
বিশ্লেষকরা মনে করছেন, বৈদেশিক রেমিট্যান্স, রপ্তানি আয় ও বৈদেশিক ঋণ ছাড়ের ফলে সাম্প্রতিক সময়ে রিজার্ভে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যিক পরিশোধ ও আমদানি দায় মেটাতে এই রিজার্ভ যথেষ্ট কিনা, সে বিষয়ে সতর্ক দৃষ্টির প্রয়োজন রয়েছে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, রিজার্ভ ব্যবস্থাপনায় তারা স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশ অব্যাহত রাখবে।