Home সারাদেশ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল পারুলের ‘কলাচিকিৎসা’

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল পারুলের ‘কলাচিকিৎসা’

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

নাটোর: প্রশাসনিক কর্তৃপক্ষের হস্তক্ষেপে বন্ধ হল ‘কলাচিকিৎসা’। লালপুরে বহু বছর ধরে কালীপূজার দিন অমাবস্যার সন্ধ্যা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত এই ‘কলাচিকিৎসা’ দিয়ে আসছেন একাধিক কবিরাজ। হাঁপানিসহ বিভিন্ন রোগের জন্য দেয়া হয় কথিত এই চিকিৎসা।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, কলার সঙ্গে গাছগাছড়া খেলে শ্বাসরোগ ভালো হয় এমন তথ্যপ্রমাণ চিকিৎসা বিজ্ঞানসম্মত নয়। ভিত্তিহীন এ ধরনের চিকিৎসার মাধ্যমে মানুষকে প্রতারিত করা হচ্ছে।

একটি কলা চার ভাগ করে চারজনকে খাওয়ানো হয়। তাঁরা হাঁপানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে রাখা হচ্ছে। গত বছর প্রত্যেকের কাছ থেকে ৩০ টাকা করে রাখা হতো। এর আগের বছর রাখা হতো ২০ টাকা।

অনেক বছর ধরে কালীপূজার দিন অমাবস্যার সন্ধ্যা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত এই ‘কলাচিকিৎসা’ দিয়ে আসছেন একাধিক কবিরাজ। আগের অভিজ্ঞতা থেকে প্রশাসনিক ঝামেলা এড়াতে এবার লুকিয়ে পাশের গ্রামে এই চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে লোক পাঠিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

রবিবার সন্ধ্যায় সরেজমিন ওই গ্রামে গিয়ে দেখা যায়, শ্বাসকষ্টসহ নানা রোগ থেকে মুক্তির আশায় এই কলা খেতে বিভিন্ন এলাকা থেকে কয়েক শ মানুষ এসেছে উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের শালেশ্বর গ্রামের আব্দুল মতিনের বাড়িতে। কবিরাজ মিজানুর রহমানের বাড়ি কলসনগর গ্রামে। তবে প্রশাসনিক ঝামেলা এড়াতে পাশের এই গ্রামে বসে চিকিৎসা দিচ্ছেন। আব্দুল মতিন সম্পর্কে মিজানুর রহমানের দুলাভাই। পারুলের কাছ থেকে তিনি এই চিকিৎসা শিখেছেন।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা  বলেন, কথিত কলাচিকিৎসার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের মাধ্যমে তা বন্ধ করা হয়েছে। গোপনে আবারও এই অপচিকিৎসার চেষ্টা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।