Home First Lead শক্তিমান চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার ৪ ইউপি চেয়ারম্যান

শক্তিমান চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার ৪ ইউপি চেয়ারম্যান

শক্তিমান চাকমা

শাকিল মন্ডল রাঙামাটি থেকে: রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নবনির্বাচিত চার ইউপি চেয়ারম্যান শপথগ্রহণের পর গ্রেফতার হয়েছেন। তাাঁরা নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি।মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে শপথগ্রহণ শেষে চার ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।

রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন (এসপি) এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা এবং নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপম চাকমা।

পুলিশ সুপার জানান, গ্রেফতার চার ইউপি চেয়ারম্যানই নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনেই তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে আসছে জনসংহতি সমিতি (এমএন লারমা)।