Home First Lead দিনাজপুরে ভোররাতের সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

দিনাজপুরে ভোররাতের সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, দিনাজপুর:

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

শনিবার (১৪ জুন) ভোররাত প্রায় ৩টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুইজন বাসযাত্রী, দুইজন ট্রাকচালক ও হেলপার এবং একজন স্থানীয় পথচারী রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি সড়কের পাশে সামান্য বাঁকে দাঁড়িয়ে ছিল এবং সেখানে কোনো সতর্ক সংকেত বা লাইট জ্বলছিল না। ফলে অন্ধকারে বাসচালক সামনে কিছু দেখতে না পেয়ে সরাসরি ট্রাকের পেছনে ধাক্কা দেন।

দুর্ঘটনার পর বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। ঘোড়াঘাট হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বাস ও ট্রাক দুটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়েছেন।