Home বিনোদন সাতপাকে বাঁধা পড়ছেন সন্দীপ্তা

সাতপাকে বাঁধা পড়ছেন সন্দীপ্তা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

সাতপাকে বাঁধা পড়ছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। বৃহস্পতিবার বিয়ে। জোর কদমে চলছে সেই বিয়ের প্রস্তুতি। এবার তারই মাঝে এসে গেল সন্দীপ্তার এনগেজমেন্টের ছবি। আর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল।

ক’দিন আগেই সৌম্যর বক্ষলগ্না হয়ে ধরা দিয়েছিলেন সন্দীপ্তা। লাল রঙের শাড়ি পরে ছবি তুলেছিলেন তিনি। আর সৌম্যর গায়ে ছিল কালো পঞ্জাবি। অনেকেই বলেছিলেন, খুব সম্ভবত প্রি ওয়েডিংয়ের শ্যুটেই তোলা হয়েছিল সেই ছবিগুলি। আর তা শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি। কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এভাবে অপেক্ষা করব। সৌম্য মুখোপাধ্যায়, তৈরি তো?’ এবার সেই দিকেই আরও এক ধাপ এগিয়ে গেলেন দু’জনে।

রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সন্দীপ্তা আর সৌম্যর এনগেজমেন্টের ছবিগুলি। হালকা রঙের শাড়ি পরেছেন সন্দীপ্তা। তার সঙ্গে মানানসই পাঞ্জাবিতে সৌম্য। দু’জনের ছবি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

<p>সন্দীপ্তার এনগেজমেন্টের ছবি ভাইরাল</p>
সন্দীপ্তার এনগেজমেন্টের ছবি ভাইরাল

অনেকেই ছবিগুলি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেরই মত, এগুলি দেখে মনে হচ্ছে, যেন কোনও সিনেমার সেট থেকে উঠে এসেছে এই ছবিগুলি।

সৌম্য আর সন্দীপ্তার প্রেম বছর দুই ধরে চলছে। তাঁর আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ্তাকে জড়িয়ে চলত নানা ধরনের আলোচনা। তবে বরাবরই নিজেদের বন্ধু বলে এসেছিলেন তাঁরা। সত্যিকারের প্রেমের মানুষ এলেই যে তিনি তা জানিয়ে দেবেন সক্কলকে, বলে রেখেছিলেন সেটাও।

২০২২ সালের জুন মাসে প্রথম সৌম্যর সঙ্গে সম্পর্ক অফিসিয়াল করেন তিনি। একটি হাসিমুখের সেলফি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘গল্প হলেও সত্যি’। জানিয়েছিলেন সেই বছরেরই মার্চ মাস নাগাদ এক মিউজিক ভিডিয়োর লঞ্চে পরিচয় হয় তাঁদের। সেখান থেকে শুরু বন্ধুত্বের। সন্দীপ্তার কথায়, ‘আমাদের পছন্দগুলো বেশ এক রকম। সৌম্য ঘুরতে, খেতে খুব ভালোবাসে, আমিও তাই। আলাপ হওয়ার পরে মনে হয়েছিল, মানুষটা সৎ, ভরসা করা যায় ওর উপর।’

আর যেই না সৌম্যর সঙ্গে ছবি দেওয়া শুরু করলেন, শুরু হয়ে যায় ‘কবে বিয়েটা করছেন’ প্রশ্ন। তবে শেষমেশ এসেই গেল প্রায় সেই শুভদিন। ২ ডিসেম্বর হচ্ছে আংটি বদল। তারপর ৭ ডিসেম্বর বিয়ে। টলিপাড়ার এই জুটির বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। হবে না কোনও কন্যাদান। বিয়ের দিনই ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য থাকছে রিসেপশন পার্টি।