বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামীস্থ সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক, মেজবান ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণীসহ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) সোসাইটির স্কুল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সোসাইটি সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে রয়েছে নবনির্বাচিত কমিটির অভিষেক, ঐতিহ্যবাহী মেজবান, প্রয়াত সাংবাদিকদের মরণোত্তর সম্মাননা প্রদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি সাংবাদিক ওসমান গনি মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি সাংবাদিক এড. সুখময় চক্রবর্তী।
সময়সূচী ও স্থান
- তারিখ: ২৭ ডিসেম্বর, শনিবার।
- স্থান: সাংবাদিক হাউজিং সোসাইটি স্কুল মাঠ, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
- মধ্যাহ্নভোজ (মেজবান): দুপুর ১২টা।
- মূল অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা: সন্ধ্যা ৬টা।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী এই আনন্দঘন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।










