Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় আলোচিত তান শ্রীর বাড়িতে স্বর্ণমূর্তি, হীরা

মালয়েশিয়ায় আলোচিত তান শ্রীর বাড়িতে স্বর্ণমূর্তি, হীরা

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

কুয়ালালামপুর: সড়ক প্রকল্পের জন্য বরাদ্দ সুকুক তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্তাধীন এক তান শ্রীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৬ মিলিয়ন রিংগিত মূল্যের বিলাসবহুল সামগ্রী জব্দ করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন সংস্থা (এমএসিসি)। এ সময় বাড়ির অভ্যন্তরে একটি গোপন অস্ত্রঘরের সন্ধানও পাওয়া গেছে।

বৃহস্পতিবার কুয়ালালামপুরের বান্দার তাসিক সেলাতান এলাকার ওই বাড়িতে অভিযান চালায় এমএসিসির বিশেষ দল ‘অ্যান্টি-করাপশন ট্যাকটিক্যাল স্কোয়াড । সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান শুরুর আগে বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারে যে বাড়িটিতে মূল্যবান সামগ্রী ও অস্ত্রসহ একটি গোপন কক্ষ রয়েছে। এরপরই নিরাপত্তাজনিত কারণে স্পেশাল ট্যাকটিক্যাল ইউনিটকে অভিযানে যুক্ত করা হয়।

এমএসিসির স্ট্র্যাটেজিক কমিউনিকেশন বিভাগ জানায়, অভিযানে ৮৪টি বিলাসবহুল হ্যান্ডব্যাগ (মূল্য প্রায় ৩০ লাখ রিংগিত), ১১টি দামী ব্র্যান্ডের ঘড়ি (১০ লাখ রিংগিত), ও প্রিমিয়াম মানের মদ (মূল্য প্রায় ৫০ লাখ রিংগিত) উদ্ধার করা হয়েছে।

তাছাড়া, প্রায় ৩০ লাখ রিংগিত মূল্যের স্বর্ণবার, কয়েন ও সোনার মূর্তি, ৪০ লাখ রিংগিত মূল্যের হীরা ও অন্যান্য গহনা এবং দামী ক্যাসিনো গেম সেট (মূল্য আনুমানিক ১.৫ লাখ রিংগিত) উদ্ধার করা হয়।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে বাড়ির ভিতরে একটি সুসজ্জিত, সুরক্ষিত কক্ষে অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। তবে এসব অস্ত্র একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের নামে বৈধভাবে নিবন্ধিত থাকায় সেগুলো জব্দ করা হয়নি। সংশ্লিষ্ট কোম্পানির মালিকানা রয়েছে অভিযুক্ত তান শ্রীর অধীনে।

এমএসিসি’র প্রধান কমিশনার তান শ্রী আজাম বাকি এক বিবৃতিতে জানিয়েছেন, জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ১৬ মিলিয়ন রিংগিত এবং তদন্ত চলমান থাকায় আরও জব্দ প্রক্রিয়া সামনে আসতে পারে।

তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তির স্বাস্থ্যগত সমস্যার কারণে তার বক্তব্য গ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে। এ পর্যন্ত মামলার সঙ্গে সংশ্লিষ্ট ৫৩ জনের জবানবন্দি গ্রহণ করেছে সংস্থাটি। এর আগে ৩ জুন এমএসিসি জানায়, এই দুর্নীতির ঘটনায় প্রায় ১৪৩ মিলিয়ন রিংগিত মূল্যের সম্পদ ইতিমধ্যে জব্দ করা হয়েছে।