Home অন্যান্য “স্মরণে ও চেতনায় বঙ্গবন্ধু” অনুষ্ঠান ব্রিসবেনে

“স্মরণে ও চেতনায় বঙ্গবন্ধু” অনুষ্ঠান ব্রিসবেনে

বিজনেসটুডে২৪ ডেস্ক

শনিবার ১৫ই আগষ্ট বাংলাদেশ সময় দুপুর ১২টা এবং ব্রিসবেন সময় বিকেল ৪টায় “স্মরণে ও চেতনায় বঙ্গবন্ধু” অনুষ্ঠান।

অনুষ্ঠানটি জুম প্লাটফরমে সরাসরি ফেসবুক লাইভে থাকবে।

জুম’ প্লাটফর্মে অতিথি হিসেবে থাকবেন:

– “আমার ভাইয়ের রক্তে রাঙানো” একুশের অমর গানের স্রষ্টা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর  আব্দুল গাফফার চৌধুরী।

– বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট-এর মহাপরিচালক  জাফর ওয়াজেদ।

– মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ রাজনীতি গবেষক ইতিহাসবিদ প্রফেসর আবুল কাশেম।

– অনুসন্ধানী গবেষক, প্রতিষ্ঠাতা ১৯৭১ জেনোসাইড আর্কাইভ, “বঙ্গবন্ধুর নীতি নৈতিকতা” এবং “বঙ্গবন্ধুর স্বদেশ নির্মাণ” বই দুইটির রচয়িতা  হাসান মোর্শেদ।

– বিশিষ্ট সংগীত শিল্পী প্রফেসর লিলি ইসলাম,
– বিশিষ্ট শিল্পী, সুরকার, গীতিকার, টিভি উপস্থাপক এবং রেডিও জকি নির্ঝর চৌধুরী, এবং
– বিশিষ্ট আবৃত্তিকার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক  হাসান আরিফ।

অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন লাইলাক শহীদ।