Home আকাশ পথ মেলবোর্নে হংকং এয়ারলাইন্সের নতুন যাত্রা: চালু হলো সরাসরি ফ্লাইট

মেলবোর্নে হংকং এয়ারলাইন্সের নতুন যাত্রা: চালু হলো সরাসরি ফ্লাইট

হংকং এয়ারলাইন্স

এভিয়েশন ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে সফলভাবে অবতরণ করেছে হংকং এয়ারলাইন্সের ফ্লাইট এইচএক্স০১৩ (HX013)। এর মধ্য দিয়ে হংকং থেকে মেলবোর্নে বিমান সংস্থাটির নতুন সরাসরি ফ্লাইট পরিষেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

শনিবার মেলবোর্ন বিমানবন্দরে বিমানটি অবতরণ করার পর সেটিকে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’ বা জলকামান দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

মেলবোর্ন হলো অস্ট্রেলিয়ায় হংকং এয়ারলাইন্সের দ্বিতীয় শিডিউল গন্তব্য। এর আগে গত জুন মাসে সিডনিতে ফ্লাইট পরিচালনা শুরু করেছিল সংস্থাটি। মাত্র কয়েক মাসের ব্যবধানে সিডনির পর মেলবোর্নে ফ্লাইট চালু করা প্রতিষ্ঠানটির জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এই নতুন রুট চালুর মাধ্যমে হংকং এয়ারলাইন্স গত প্রায় দুই দশকের মধ্যে দ্বিতীয় হংকং-ভিত্তিক ক্যারিয়ার হিসেবে অস্ট্রেলিয়ায় একাধিক রুটে ফ্লাইট পরিচালনার গৌরব অর্জন করল। কোম্পানির ব্যবসায়িক সম্প্রসারণ ও উন্নয়নের ক্ষেত্রে এটিকে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত জানান:
✈️ আপনি কি কখনো হংকং এয়ারলাইন্সে ভ্রমণ করেছেন? অথবা সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের সুবিধা কতটা বাড়বে বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান।